আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পাওনাদার খুঁজে পাওয়া না গেলে করণীয়

প্রশ্নঃ ২৪৮৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় শায়েখ!আমি একটি হাদিস দেখলাম - মিশকাতুল মাসাবীহ (হাদিস নং- ২৯২৯) এবং আমি পরিপূর্ণ ঋণ মুক্ত হতে চাই ইন-শাহ্-আল্লাহ্।আমার প্রশ্ন হচ্ছে আমার করা বিগত দিনের কোন ঋণ যদি বাকি থাকে ছোট/বড় যা আমার স্মরনে নেই এবং আমি কিছুতেই মনে করতে পারছিনা কিন্তু আমার পরিপূর্ণ ইচ্ছে রয়েছে ঋণ পরিশোধ করার তথা স্মরনে না আসায় আমি অসহায় ও অক্ষম সেক্ষেত্রে আমার করখণীয় কি? উত্তর দিলে অনেক উপকৃত হবো।

৩০ এপ্রিল, ২০২৫
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَن كانَتْ عِنْدَهُ مَظْلِمَةٌ لأخِيهِ فَلْيَتَحَلَّلْهُ مِنْها، فإنَّه ليسَ ثَمَّ دِينارٌ ولا دِرْهَمٌ، مِن قَبْلِ أنْ يُؤْخَذَ لأخِيهِ مِن حَسَناتِهِ، فإنْ لَمْ يَكُنْ له حَسَناتٌ أُخِذَ مِن سَيِّئاتِ أخِيهِ فَطُرِحَتْ عليه

কারো উপর তার ভাইয়ের কোন প্রকার দাবি থাকলে সে যেন তা থেকে মুক্ত হয়ে যায়। কেননা সেখানে (কিয়ামত দিবসে বা পরকালে) কোন দীনার-দিরহাম (টাকা-পয়সা) থাকবে না। তার অন্যায়ের সমপরিমাণ নেকী তার ভাইয়ের জন্য কেটে নেয়ার আগেই। তার যদি নেকী না থাকে তাহলে তার ভাইয়ের গুনাহগুলো নেয়া হবে, অতঃপর তার উপরে চাপিয়ে দেয়া হবে। (বুখারী ৬৫৩৪)

সুতরাং আপনার করণীয় হল, আপনার পাওনাদারকে কিংবা তার ওয়ারিস অথবা নিকটাত্মীয়দের খুঁজে বের করা। যতক্ষণ পর্যন্ত তাদের কাউকে না খুঁজে পাওয়া সংশয় দূর না হবে ততক্ষণ পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করা।এর পরেও যদি কাউকে খুঁজে পাওয়া না যায় তাহলে পাওনাদারদের পক্ষ থেকে ওই পরিমাণ টাকা গরীব-দুঃখীকে সাদাকাহ করে দিবেন। আর মনে মনে এই নিয়ত রাখবেন যে, আল্লাহ তায়ালা যেন এই দানের সওয়াব পাওনাদারকে পৌঁছে দেন। ওই টাকা আপনার গরিব আত্নীয়-স্বজনকে দান করলেও অসুবিধা নেই। আর যদি আপনি সাদাকাহ গ্রহণের উপযুক্ত হন তাহলে আপনি নিজেও উক্ত টাকা ব্যবহার করতে পারবেন। তবে পরতবর্তীতে মালিক এসে দাবি করলে তাকে উক্ত টাকা ফেরত দিতে হবে। (ফাতাওয়ায়ে আলমগিরি- ২/২৯৯-৩০০, আল-মুহিতে বুরহানি- ৮/৮৬৬, ফাতাওয়ায়ে সিরাজিয়া- ২৪১)

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৯৫৮০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শায়খ আমাদের কিছু ঋন আছে। আমাদের ইনকাম অনুযায়ী এই ঋণ পরিষদ করতে অনেক সময় লাগবে। সাংসারিক খরচ বাদে যে কয়েকটাকা থাকে সে টাকা মানুষ কে দিলে নিবে না সবাই একসাথে টাকা চায় কিন্তু একসাথে টাকা দেওয়া অসম্ভব। এখন কি ব্যাংক থেকে ঋন নিয়ে মানুষের পাওনা টাকা গুলো পরিষদ করতে পারবো।কারণ কিস্তি গুলো আস্তে আস্তে দিতে হয়।পাওনাদারা কখনোই মাসে ৫/৬ হাজার করে টাকা নিবে তারা একবারে টাকা চায়।এক্ষেত্রে আমাদের করনীয় কি কিভাবে পাওনাদারের টাকা গুলো পরিষদ করবো। ব্যাংক ঋণের সাথে সুদ জড়িত থাকে এটাও জানি। এখন কি করব শায়খ ব্যাংক ঋণ ছাড়া এতোগুলো টাকা কিভাবে মানুষ কে দিবো?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২২ জুন, ২০২২
৬৯QW+২R৩