আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩১৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার কাছ থেকে একজন ভাই 50হাজার টাকা ধার হিসেবে নিয়েছিল সেই নির্দিষ্ট সময় ভিতরে ফেরত দিয়েছে কিন্তু সে আমাকে আরো 5 হাজার টাকা উপহার হিসেবে দিছে আমি নিতে চাই নি তবুও জোর করে দিছে এখন এটা কি আমার জন্য জায়েজ হবে ?

১ ফেব্রুয়ারী, ২০২২
শরণখোলা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় (সমাজিক প্রচলন, অঘোষিত নিয়ম, ঋণদাতাদের পরোক্ষ প্রত্যাশা, অতিরিক্ত না দিলে অসন্তুষ্টি বা এজাতীয় যেকোনো পরিস্থিতি শিকার না হয়ে) আপনাকে ওই টাকাগুলো দিয়ে থাকে তাহলে সেটা গ্রহন করা আপনার জন্য জায়েজ হয়েছে।

কেননা ঋণগ্রহীতা যদি ঋণের বদলাস্বরূপ বিনা শর্তে ঋণদাতাকে কিছু টাকা বাড়িয়ে দেয় কিংবা উৎকৃষ্ট মানের বস্তু দিয়ে ঋণ পরিশোধ করে তাহলে সেটা সুদের অন্তর্ভূক্ত হবে না। কেননা অনুগ্রহের বিনিময় তো অনুগ্রহ দিয়েই হয়ে থাকে।

হজরত জাবের রা. বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) আমার কাছ থেকে একবার ঋণ নিয়েছিলেন। পরে যখন তিনি তা আমাকে পরিশোধ করলেন, তখন আমার পাওনার চেয়েও বাড়িয়ে দিলেন। -সুনানে আবু দাউদ: ৩৩৪৯

পাওনা পরিশোধকালে পাওনাদারের কৃতজ্ঞতা জানানো এবং তার জন্যে কল্যাণের দোয়া করা ইসলামের এক অনন্য শিক্ষা।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন