মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

দাঁতে ক্যাপ লাগালে অজু গোসল হবে কি?

প্রশ্নঃ ২৪২৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাতে নেইল পালিশ থাকলে যদি ফরজ গোসল সহি না হয় তাহলে দাঁতে ক্যাপ পড়া থাকলে ফরজ গোসল সহি হবে কী? দাঁতের ক্যাপ খোলা সম্ভব না। আর ওই স্থানের ভিতরে পানি পৌঁছানো অসম্ভব। এখন করণীয় কি হবে? বললে উপকৃত হব।,

২০ জুলাই, ২০২৫

Kalibari Link Road

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
দাঁতে ক্যাপ পরানো অবস্থায় অযু গোসল করতে কোনো অসুবিধা নাই। কেননা এটা একান্ত প্রয়োজন এবং চিকিৎসার অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শরিয়তের অনুমতি আছে। কিন্তু হাতে নেইলপলিশ কিংবা অন্য কোনো প্রসাধনী- যেগুলো ব্যবহারে অজু গোসলের সময় শরীরে পানি পৌঁছাতে বাধাগ্রস্ত হয় সেগুলো ব্যবহারে প্রকৃত অর্থে কোনো প্রয়োজন নাই। বরং এগুলো ক্ষেত্রবিশেষ অতিরঞ্জন এবং বিলাসিতা। কাজেই দুটো একই প্রর্যায়ের অন্তর্ভূক্ত নয়।
فى الفتاوى الهندية- والصرام والصباغ ما في ظفرهما يمنع تمام الاغتسال وقيل كل ذلك يجزيهم للحرج والضرورة ومواضع الضرورة مستثناة عن قواعد الشرع (الفتاوى الهندية-1/13)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

২৫৬২৯

গোসলের পর অজু করা লাগবে?


২২ নভেম্বর, ২০২২

নামবিহীন রাস্তা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৪৩২৯৩

ফরজ গোসলের পর কয়েক ফোটা বীর্য বের হলে করণীয় কী?


১৮ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহ

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি জাওয়াদ তাহের

২৪৬৫৫

উত্তেজনা ব্যতীত বীর্য বের হলে করণীয় কী?


৭ নভেম্বর, ২০২২

West Bengal ৭৪৩৫০৪

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

২৫৫৪১

উত্তেজনা ছাড়া বীর্য বের হলে গোসল ফরজ হয় কিনা?


২০ নভেম্বর, ২০২২

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী