আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২৩৪৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, (১) যদি কারো গিবত করে ফেলি ভুল বশত তার পর পরই যদি তার জন্য আর নিজের জন্য আল্লাহর কাছে মাফ চাই তাহলে কি গিবতের কাফফারা হবে। বা লজ্জার করণে তাকে বলতে পারলাম না কিন্তু তার জন্য মাফ চাইলাম এবং তার সত্য প্রশংসা করলাম! তাহলে কি গিবতের গুনাহ আল্লাহ মাফ করবেন? ২)যদি কেউ ঘুশ দিয়ে চাকুরি নেবার পর তার দায়িত্ব যথাযথ () ভাবে পালন করে তাহলে কি তার চাকরির টাকা হালাল হবে? (৩) পরিক্ষায় নকল করলে কি কোন বান্দার সাথে জরিত পাপ হবে। হলে কাফফারা কি?

২৪ অক্টোবর, ২০২২
৪F৭P+WV৩

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





গিবতের ভয়াবহতা، হয়ে গেলে করণীয় ইত্যাদী সম্পর্কে বিস্তারিত জানতে এবং বইয়ের তালিকা জানতে নিজের রেফারেন্স উত্তরটি দেখুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন