আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২১২২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ মুফতি সাহেব হুজুরের কাছে আমার প্রশ্ন হল। কোন ব্যক্তি নামাজের মধ্যে একই রাকাতে বিভিন্ন জায়গা থেকে কোরআন শরীফ তেলাওয়াত করে অর্থাৎ একই রাকাতে বিভিন্ন দোয়ার আয়াতগুলো তেলাওয়াত করলে ও সূরা কাওসারের এক একটা আয়াতের নেই একই রাকাতে বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করলে একই রাকাতে তাহলে কি নামাজ সহি হবে বিস্তারিত জানালে উপকৃত হব।

২ আগস্ট, ২০২২
Project Road

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




কুরআন শরীফের শুধু শব্দ নয়, বরং অর্থ‌ও গুরুত্বপূর্ণ বিষয়। যদি একেক জায়গা থেকে তিলাওয়াত করা হয়, তাহলে অর্থ পরিবর্তন হ‌ওয়ার আশংকা থাকে। অন্তত অর্থ অসুন্দর হয়ে যাওয়া অনেকটা নিশ্চিত। তাই এভাবে একেক জায়গা থেকে কিরাত পড়া মাকরুহ।
তাছাড়া কিছু আয়াত তিলাওয়াত করে অন্যসব আয়াত এড়িয়ে যাওয়া ঠিক নয়। এতে করে কুরআনের বিশেষ আয়াতকে গুরুত্ব দিয়ে বাকীগুলোকে অবহেলা করা হয়। যা কুরআনের শানের খেলাফ। তাই কুরআনের সব আয়াত সমানভাবে গুরুত্ব দেওয়া বাঞ্ছনীয়।
সুতরাং নামাযে এক জায়গা থেকে পড়া সুন্নত। বিভিন্ন জায়গা থেকে পড়া সুন্নতের খেলাফ।

في رد المحتار
ﻟﻮ اﻧﺘﻘﻞ ﻓﻲ اﻟﺮﻛﻌﺔ اﻟﻮاﺣﺪﺓ ﻣﻦ ﺁﻳﺔ ﺇﻟﻰ ﺁﻳﺔ ﻳﻜﺮﻩ ﻭﺇﻥ ﻛﺎﻥ ﺑﻴﻨﻬﻤﺎ ﺁﻳﺎﺕ ﺑﻼ ﺿﺮﻭﺭﺓ؛ ﻓﺈﻥ ﺳﻬﺎ ﺛﻢ ﺗﺬﻛﺮ ﻳﻌﻮﺩ ﻣﺮاﻋﺎﺓ ﻟﺘﺮﺗﻴﺐ اﻵﻳﺎﺕ

والله اعلم بالصواب

মুফতী সিরাজুল ইসলাম খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন