আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পর্দার আড়াল থেকে ননমাহরামের সাথে কথা বলা

প্রশ্নঃ ২১০৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১/ পর্দা করে কি গায়রে মাহরামের সাথে কথা বলা যাবে ? ২/ কালারিং বোরকা পড়া কি জায়েজ ? ৩/ পর্দা করে কি রিলেশন করা যাবে ? ৪/ আশে পাশে মানুষ কম থাকে এমন জায়গায় বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বের হওয়া কি জায়েজ৷? ৫/ লেখার সময় হাত মুজা স্যারের সামনে কি খোলা যাবে যদি লিখতে সমস্যা হয় ? ৬/ মোবাইলে অচেনা কেউ sms করলে উত্তর দেওয়া যাবে কি যদি সে ছেলে না মেয়ে বুঝা না যায় ? জাঝাকাল্লাহ খাইর

১৪ জুলাই, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১। যদি একান্ত প্রয়োজন হয় ,সেই সাথে গোনাহে লিপ্ত হবার সম্ভাবনা না থাকে, তাহলে পরপুরুষের সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলা জায়েজ আছে। বিনাপ্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলা জায়েজ হবে না।
আল্লাহ তাআলা বলেন ,’’আর তোমরা তাঁর [রাসূলুল্লাহ ( সা.)-এর] স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাঁদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ।‘’ -সূরা আহযাব-৫৩
বিখ্যাত তাফসীরবিদ ইমাম কুরতুবী রাহ. উক্ত আয়াতের আলোচনায় বলেন, উক্ত আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ( সা.)-এর স্ত্রীদের কাছে কোনো প্রয়োজনে পর্দার আড়াল থেকে কিছু চাওয়া বা কোনো মাসআলা জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছেন। সাধারণ নারীরাও উপরোক্ত হুকুমের অন্তর্ভুক্ত। -তাফসীরে কুরতুবী ১৪/১৪৬
কিন্তু গোনাহে লিপ্ত হবার সম্ভাবনা থাকলে জায়েজ নেই।রাসূল ( সা.) ইরশাদ করেন, ‘’চোখের জিনা হল [হারাম] দৃষ্টিপাত। কর্ণদ্বয়ের জিনা হল, [গায়রে মাহরামের যৌন উদ্দীপক] কথাবার্তা মনযোগ দিয়ে শোনা। জিহবার জিনা হল, [গায়রে মাহরামের সাথে সুড়সুড়িমূলক] কথোপকথন। হাতের জিনা হল, [গায়রে মাহরামকে] ধরা বা স্পর্শকরণ। পায়ের জিনা হল, [খারাপ উদ্দেশ্যে] চলা। অন্তর চায় এবং কামনা করে আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয় [যদি জিনা করে] এবং মিথ্যা পরিণত করে [যদি অন্তরের চাওয়া অনুপাতে জিনা না করে]’’। –সহীহ মুসলিম, হাদীস নং-২৬৫৭,

والله اعلم بالصواب

শফিকুল ইসলাম হাটহাজারী মুফতী ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর