আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মসজিদে ভিক্ষাবৃত্তি

প্রশ্নঃ ২০৯৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো অসহায় (প্রকৃত অসহায় কিনা আমাদের জানা নেই) ব্যক্তি মসজিদে এসে সাহায্য চাওয়া কতটুকু যুক্তিযুক্ত?

২২ জানুয়ারী, ২০২৫
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মসজিদে নিজের প্রয়োজনে সাহায্য চাওয়া মাকরূহ ও গুনাহের কাজ। হাদিস শরিফে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজ থেকে নিষেধ করেছেন।
حدثنا عبيد الله بن عمر الجشمي، حدثنا عبد الله بن يزيد، حدثنا حيوة، - يعني ابن شريح - قال سمعت أبا الأسود، - يعني محمد بن عبد الرحمن بن نوفل - يقول أخبرني أبو عبد الله، مولى شداد أنه سمع أبا هريرة، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من سمع رجلا ينشد ضالة في المسجد فليقل لا أداها الله إليك فإن المساجد لم تبن لهذا " .

৪৭৩. আব্দুল্লাহ্ ইবনে উমর আল-জুশামী .... আবু হুরায়রা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি মসজিদের মধ্যে কাউকে চিৎকার করে হারানো জিনিস তালাশ করতে শুনে সে যেন বলে, আল্লাহ্ তোমাকে তোমার ঐ জিনিস ফিরিয়ে না দিন। কেননা মসজিদ এইজন্য নির্মাণ করা হয়নি। সুনানে আবু দাউদ হাদিস নং ৪৭৩

والله اعلم بالصواب

শফিকুল ইসলাম হাটহাজারী মুফতী ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন