আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

রাসূলুল্লাহ সা. এর সাথে জান্নাতে থাকতে চাই

প্রশ্নঃ ১৯৭৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশ্ব নবির সাথে যেনো জান্নাতে একসাথে থাকতে পারি এর জন্য কি আমল করতে পারি তা যদি একটু কোরআান হাদিসের আলোকে বলতেন।

৯ জুলাই, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইরশাদ করেন-
مَنْ أَحَبَّ سُنَّتِي فقَدْ أَحَبَّنِي، ومن أَحَبَّنِي كانَ مَعِيَ في الجنَّةِ
যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করল অর্থাৎ দিনের সকল ফরজ ওয়াজিব বিধানগুলো মারার সাথে সাথে প্রতিটি কাজ আমার সুন্নতের অনুসরণ করে সুন্নাহ অনুসারে জীবন যাপন করল সে ব্যক্তি কেমন জানি আমাকে মোহাব্বত করল আর যে আমাকে ভাব বোধ করল সে আমার সাথে জান্নাতে থাকবে। ( ইবনে আসাকির তারিখে দামেস্কের মধ্যে- তিন নাম্বার খন্ডের 343 নম্বর পৃষ্ঠায় এটি উল্লেখ করেছেন) সুতরাং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সালাম এর সাথে জান্নাতে থাকতে হলে দ্বীনের প্রতিটি বিধান রাসুলের পদাঙ্ক অনুসরণ করে চললে এবং নিজের প্রতিটি কাজ সুন্নত অনুসারে করলে, আশা করা যায় জান্নাতে রাসুলের সাথে থাকা যাবে।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন