আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৯০৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন সৌদি প্রবাসি।সৌদিতে বৈধভাবে থাকতে প্রতি বছর নিদিষ্ট পরিমান টাকা দিয়ে এক বছরের জন্য অনুমতি পত্র নবায়ন করতে হয়।অনেক সময় অনুমতি পত্র নবায়ন করতে অনেক টাকার প্রয়োজন হয়। প্রবাসির পক্ষে এতো টাকা দিয়ে নবায়ন করা সম্ভব হয় না বা সম্ভব হলেও নবায়ন করে না।নবায়ন না করার ফলে প্রবাসি অবৈধ বলে ঘোষিত হয় এবং পুলিশের হাতে ধরা পরলে তাকে দেশে পাঠানো হয়।এখন আমার প্রশ্ন হলো --পুলিশে ধরার আগ পর্যন্ত সে একজন অবৈধ প্রবাসি ছিলো কিন্তু সে বৈধ কাজের দ্বারা টাকা উপার্জন করছে।অবৈধ প্রবাসি যে বৈধভাবে টাকা উপার্জন করছে সে টাকা কি প্রবাসির জন্য হারাম হবে না হালাল???

৭ জুন, ২০২২
3658، حي الروضة، Khamis Mushait 62461

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রশ্নোক্ত ক্ষেত্রে সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে উপার্জন করা ধোঁকা এবং প্রতারণার শামিল। হাদিস শরীফে রাসুলুল্লাহ সা বলেছেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এর কারণে ওই ব্যক্তি গুনাহগার হবে। এতদ্বসত্ত্বেও যদি তার উপার্জন এবং কর্ম বৈধ হয় তাহলে তার উপার্জিত টাকা হারাম হবে না। তবে জীবনের ঝুঁকি নিয়ে এজাতীয় কাজ করা উচিত নয়।

সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন