আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ঋণ পরিশোধ করতে গিয়ে নতুন ঋণের ফাঁদে পা দেওয়া !

প্রশ্নঃ ১৮৫০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি পেশায় একজন চাকরিজীবী। আমার নাম মোঃ মাহবুবুল ইসলাম। শায়েখের কাছে আমার প্রশ্ন হচ্ছে চারিদিকে ঋণ এর চাপ পরিশোধ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। এমতাবস্থায় আমার করণীয় কি? আমি খুব দ্রুত এই ঋণ থেকে মুক্তি লাভ চাই। এটা পরিশোধ করার জন্যে কি ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ পরিশোধ করা যাবে?

২২ জুলাই, ২০২৩
Mirsharai

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
আল্লাহ তায়ালা আপনাকে সকল প্রকার ঋণ থেকে উত্তরণের তাওফিক দান করুন।
প্রথমত ঋণমুক্তির জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করুন। হাদিস শরীফে রাসুলুল্লাহ সা তাঁর উম্মতকে ঋণ মুক্তির দোয়া শিখিয়েছে।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَقَهْرِ الرِّجَالِ

নিয়মিত এই দোয়া পাঠ করতে থাকুন। এছাড়াও অন্যান্য মাসনুন দুয়া, ছয় তাসবিহের আমল এবং নিয়মিত সুরা ওয়াকিয়াসহ কুরআনুল কারিমের তিলাওয়াত অব্যহত রাখুন। আর নিজের সাধ্যমতো ঋণ পরিশোধের চেষ্টা করুন। তবে ঋণ পরিশোধ করতে গিয়ে নতুন ঋণের ফাঁদে পড়ার কোনো অর্থ নেই। তাও আবার ব্যাংক লোন! যেখান থেকে ঋণ নিয়ে সুদ পরিশোধ করতে হবে!!

তারচেয়ে বরং আপনি যথাসাধ্য মিত্তব্যয়ী হোন। খরচ বাঁচিয়ে আগে ঋণমুক্ত হোন। প্রয়োজনে নিজের কোনো সহায়-সম্পদ জমিজিরাত থাকলে তার কিয়দাংশ বিক্রি করে ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। ধারণা করি এভাবে আপনার অনেক কষ্ট হবে। তবুও নতুন ঋণের ফাঁদে পড়া থেকে এটাই আমাদের কাছে ভালো মনে হচ্ছে। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর