আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮২৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, konta sahi hadis kikore bujhbo

১১ মে, ২০২২
কর্ণাটক ৫৬০০৬৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সহিহ, জঈফ, হাসান, সাজ, মুস্তাফিদ এগুলো উলুমুল হাদিসের এক একটি শাস্ত্রীয় পরিভাষা। এগুলো বুঝা সম্পূর্ণই শাস্ত্রীয় জ্ঞান নির্ভর। যেমনিভাবে অন্যের বর্ণনা ছাড়া রোগীর জন্য ঔষধের মান নির্ণন করা কিংবা সাধারণের জন্য স্বর্ণরূপা যাচাই করা অসম্ভব তেমনিভাবে জনসাধারণের জন্যও এগুলো বুঝা অসম্ভব।

দ্বিতীয়ত: সকল শাস্ত্রেই শাস্ত্রীয় বিষয়ের সঙ্গা নিয়ে যেমন ভিন্নমত আছে তেমনি এগুলোর ক্ষেত্রেও ব্যতিক্রম হয় নি। কাজেই জনসাধরণের জন্য উচিত নয় শুধু অনুবাদ দেখে কিংবা কারও বর্ণনা দেখে কোনো হাদিসের ওপর হুকুম প্রয়োগ করা। তবে হ্যাঁ যদি কেউ এই শাস্ত্র সম্পর্কে ধারণা বা জ্ঞানার্জন করতে চায় তাহলে তার জন্য অবশ্যক হলো শাস্ত্র বিশেষজ্ঞ কোনো আলেমের নিবিড় সান্নিধ্যে থেকে শুরু থেকে অধ্যয়ন করা।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন