আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৬০০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্নটা হলো আজারাইল (আঃ) কে নিয়ে।হ্যা আল্লাহ অবশ্যই আজারাইল (আঃ) কে অলৌকিক ক্ষমতা দিয়েছেন।একটু ব্যাখ্যা করবেন কী?কীভাবে এক মুহূর্তে বা এক সেকেন্ডে হাজার হাজার রুহ কবজ করে??আশা করি উত্তর দিবেন🥰

১৭ আগস্ট, ২০২২
কক্সবাজার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রিয়ভাই!
এটা কবরের কয় নম্বর প্রশ্ন? কবরে, হাশরে, মিজানে, পুরসিরাতে, জান্নাতের দরজায়, জাহান্নামের গেইটে কি এসম্পর্কে প্রশ্ন করা হবে? দৈনন্দিন জীবনের ইসলাম পালনে, নামাজ, রোজা, হজ,যাকাত, কুরবানী, বিবাহ-শাদী, ব্যবসা বানিজ্য, আবাস-প্রবাস, পড়া-শোনা , চাকুরী-বাকরি ইত্যাদীর কোথায়ও কি এই প্রশ্নের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যাবে? নিশ্চয়ই না!!

তাহলে কেনো এজাতীয় একটি অবান্তর ও অপ্রয়োজনীয় বিষয় সম্পর্কে আমাদের জানতে ইচ্ছে করে? আমাদের রূহ কবজা করার সময় কি অবস্থা হবে ; এবং সেখানে উত্তরণের পথ কি হবে সেটা কি আমাদের জানা আছে। আমরা কি এই একটি প্রশ্ন ছাড়া আমাদের জীবনের সব সমস্যার সমাধান করে নিয়েছি?
সম্মানিত ভাই! দয়া করে দরকারী প্রশ্ন করুন। অনর্থক বিষয় পরিহার করে চলুন। এজাতীয় বিষয় জানার সাথে আমাদের আমলী জিন্দেগীর কোনো সম্পর্ক নাই। বরং হাদিসে এজতীয় অনর্থক বিষয় পরিহার করতে নির্দেশ দেয়া হয়েছে।
রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন,
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ، وقَالَ: حَسَنٌ.

কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা।’ (তিরমিজি, হাদিস : ২৩১৮)। কাজেই আমাদের উচিত অর্থক বিষয় সম্পর্কে জ্ঞান লাভের আগে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল বিষয় গুরুত্ব পূর্ণ সেগুলো জানার চেষ্টা করা। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর