আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

রাখি বাঁধন : ইসলাম কি বলে?

প্রশ্নঃ ১৫৭৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতি সাহেব! আমার প্রশ্ন হচ্ছে রাখি তৈরি করা যাবে কিনা? এবং তৈরি করে বিক্রি করা যাবে কিনা? কিংবা অন্য কোন জায়গা থেকে আমি কিনে এনে বিক্রি করতে পারি কিনা? দয়া করে উত্তরটা দেবেন।

২০ আগস্ট, ২০২৪
West Bengal ৭১২৩০৫

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


উইকিপিডিয়ার তথ্যমতে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো, “মহাভারতে আছে, একটি যুদ্ধের কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তাঁর অনাত্মীয়া হলেও, তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে, পাশাখেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তাঁর বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এইভাবেই রাখীবন্ধনের প্রচলন হয়।”

ওপরের তথ্য থেকে এটাই প্রতিয়মান হয় যে, রাখি কিংবা রাখিবন্ধন এটা সম্পূর্ণই হিন্দুদের নিজস্ব ধর্মীয় আচার। কোনো ভাবেই এর সাথে কোনো মুসলমানের জন্য যুক্ত হওয়া জায়েজ নাই। কাজেই রাখি তৈরী করা কিংবা বিক্রি করা জায়েজ হবে না।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন