প্রশ্নঃ ১৫৫২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাবা প্রতিবছর রমজানে তার ব্যাংকে থাকা টাকার যাকাত দিতেন। গত জুলাইয়ে তিনি মারা যান। তার আগে এপ্রিল-২০২১ এ তিনি তার যাকাত পরিশোধ করেন। তিনি মারা যাওয়ার পর বিভিন্ন কাজ সমাধা করে গত ডিসেম্বরে (২০২১) তার ব্যাংক একাউন্টে থাকা টাকা আমরা উত্তোলন করতে সমর্থ হই, এবং পুরো টাকাটাই আসার মায়ের নামেই ব্যাংকে রাখি(ভাই-বোনদের সম্মতিতেই এটা রাখা হয়। আমাদের অংশের সব টাকাই আমরা মায়ের জিম্মায় রেখেছি আর তার হিসাবও করিনি কে কত পাব।) এখন আমার মায়ের নামে টাকা আছে গত ডিসেম্বর থেকে। যেহেতু প্রতিবছর বাবা রমজানে যাকাত দিতেন, তাই এবার রমজানেও কি যাকাত ফরজ হবে? কারণ, বাবার নামেও টাকা এক বছর পূর্ণ হয়নি, আবার মায়ের নামেও একবছর পূর্ণ হয়নি। এই অবস্থায় যাকাতেে বিধান কী? দয়া করে জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বাবার ইন্তেকালের দিন থেকে ওই টাকার নতুন বর্ষ শুরু হবে। সেই হিসেবে যেদিন তিনি ইন্তেকাল করেছেন সেই দিন থেকে পরবর্তী একচন্দ্রবর্ষ (৩৫৫ দিন) অতিবাহিত হওয়ার পর আপনার মায়ের নামে থাকা টাকার জাকাত দিতে হবে।
স্মরণ রাখতে হবে যে, জাকাতের সাথে রমজান মাসের কোনো সম্পর্ক নেই ।তবে গননার সুবিধা এবং সাওয়াবের আধিক্যের কারণে ওলামায়ে কেরাম রমাজান মাসে জাকাত আদায়ে উৎসাহিত করে থাকেন। তা না হলে রামাজানের আগেই যদি কারো যাকাতবর্ষ পূর্ণ হয়ে যায় তাহলে তখনই তার ওপর যাকাত ওয়াজিব হয়ে যাবে।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন