আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৪১৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, السلام عليكم ورحمة الله وبركاتهলোকটি মারা গেছেন।তার ১ লক্ষ্য টাকা স্ত্রী,তিন ছেলে আর চার মেয়ের মধ্যে বন্টন করতে হলে কে কত টাকা করে পাবে?

২৩ ফেব্রুয়ারী, ২০২২
Khulna

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




প্রশ্নোক্ত ক্ষেত্রে অন্য কোনো ওয়ারিস না থাকার শর্তে নিম্নোক্ত হারে একলক্ষ টাকা বণ্টন করে দিতে হবে।
স্ত্রী পাবে ১২৫০০/-
প্রত্যেক ছেলে-১৭৫০০/- (১৭৫০০×৩=৫২৫০০)
প্রত্যেক মেয়ে -৮৭৫০/- ( ৮৭৫০×৪=৩৫০০০)।
يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ ۚ
......
وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন