প্রশ্নঃ ১৪১৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চার রাকাত নামাজে,২ রাকাত নামাজ শেষে আত্তাহিয়াতু পড়তে হয়,কিন্তু আমার প্রশ্ন যদি কোন ব্যক্তি ১ রাকাত শেষে মিলিত হয় অথবা ৩ রাকাত শেষে মিলিত হয়,তখন সে যদি আত্তাহিয়াতু পড়ে তাহলে তার জন্য ৩ বার পড়া হয়ে যাবে, ৩ বার পড়া যাবে কি?? বা ঐ সময়ে না পড়ে কি পড়বে। নিয়ম হলো ২ বার পড়া, মাঝ খানে এবং শেষে। যেহেতু মাসবুক ব্যক্তি পড়ে জামাতে এসে যোগ হয়েছে তার জন্য কি আদেশ জানতে চাই। কুরআন ও সুন্নাহ্ এর আলোকে।
১৫ ফেব্রুয়ারী, ২০২২
DHAKA
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাযে বৈঠক আদায় করার বিধান বা স্থান হোল প্রতি দুই রাকাত পরে এবং শেষ রাকাতে সালাম ফিরানোর পূর্বে। আর রাকাত পরিবর্তন ও আগপিছ হয়ে যাওয়ার কারনে মাসবুক ব্যক্তির অবশিষ্ট নামাজ আদায় করার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম নিয়ম রয়ে যায়। যার কারনে মাসবুকের বৈঠকের সংখ্যায়ও কিছু পরিবর্তন আসে। এতে কোন অসুবিধা নেই।
তাই প্রথমে মাসবুকের নামাযের নিয়ম জেনে নেয়া উচিৎ -------------
এক. প্রথম কথা হলো— জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে যে ব্যক্তির এক বা তার অধিক রাকাত ছুটে যায়, তাকে ‘মাসবুক’ বলা হয়। মাসবুক ব্যক্তি ইমামকে যে অবস্থায় পাবে, ওই অবস্থায়ই ইমামের সঙ্গে নামাজে শরিক হয়ে যাবে এবং যথারীতি নামাজ আদায় করবে। এটাই জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে মাসবুকের নিয়ম।
দুই. যদি সে প্রথম রাকাতের রুকুতে শরিক হতে না পারে, তবে ইমামের সঙ্গে বাকি নামাজ আদায় করে— শেষ বৈঠকে শুধু তাশাহহুদ পড়ে চুপ করে বসে থাকবে। এরপর ইমামের উভয় দিকে সালাম ফেরানো শেষ হলে— সে তার ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করে নেবে। (বাদায়েউস সানায়ে: ১/৩১৪)
তিন. মাসবুকের ছুটে যাওয়া নামাজ আদায়ের পদ্ধতি হলো, কিরাত পড়ার ক্ষেত্রে তার ছুটে যাওয়া রাকাতকে প্রথম ও শুরুর রাকাত ধরা হবে অর্থাৎ ফাতিহা পড়ার পর সুরা মেলাবে। আর বৈঠক ও তাশাহহুদ পড়ার ক্ষেত্রে ইমামের সঙ্গে পঠিতগুলোকে প্রথম ধরে বাকিগুলোকে পরবর্তী রাকাত গণ্য করে নামাজ আদায় করবে।
ওই নিয়মানুসারে কোনো ব্যক্তির এক রাকাত ছুটে গেলে— সে ওই রাকাতে কিরাত সুরা মিলিয়ে শেষ বৈঠক করে সালাম ফেরাবে।
চার. চার রাকাতবিশিষ্ট নামাজের জামাতে দুই রাকাত ছুটে গেলে যথারীতি উভয় রাকাতে কিরাত সুরা মিলিয়ে পড়বে এবং এর প্রথম রাকাতে না বসে শেষ রাকাতে বসে তাশাহহুদ, দরুদ ও দোয়া পড়ে সালাম ফেরাবে। (খুলাসাতুল ফাতাওয়া : ১/১৬৫)
পাঁচ. তিন রাকাতবিশিষ্ট নামাজের জামাতে দুই রাকাত ছুটে গেলে— ইমামের সালামের পর যথারীতি উভয় রাকাতেই কিরাত সুরা মিলিয়ে পড়বে এবং প্রথম রাকাতে বসে তাশাহহুদ পড়ে উঠে যাবে। কেননা এ রাকাত বৈঠকের ক্ষেত্রে দ্বিতীয় রাকাত হিসেবে ধর্তব্য হবে। অতঃপর শেষ রাকাতে বসে সালাম ফেরাবে।
ছয়. যদি চার রাকাতবিশিষ্ট নামাজের জামাতে তিন রাকাত ইমামের পেছনে না পায়, তাহলে সালাম ফেরানোর পর ছুটে যাওয়া রাকাতের মধ্যে প্রথম দুই রাকাতে ফাতিহার সঙ্গে সুরা মিলিয়ে পড়বে এবং শেষ রাকাতে সুরা না মিলিয়ে শুধু ফাতিহা পড়বে। আর প্রথম রাকাতে বসে তাশাহহুদ পড়ে উঠে যাবে। এরপর দ্বিতীয় রাকাতে না বসে শেষ রাকাত পড়ে বৈঠক করবে।
والله اعلم بالصواب
মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৪
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১