প্রশ্নঃ ১৩৪৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা গার্মেন্টসে চাকরি করি। আমি সন্ধায় বাসায় আসি এবং বাসায় আসার পরে আমি আমার সন্তানকে নিয়ে বাসার নিচে হাঁটতে যাই। আমার স্ত্রীর উপর মাঝে একটু সন্দেহ বসত আমি আমার মোবাইল সাউন্ড রেকর্ডিং অন করে মোবাইল বাসায় লুকায় রেখে যাই পর পর তিন দিন। আমি টিন দিনের রেকর্ডিং এ যেটা সুনতে পাই যে আমার বাসায় আমার অবর্তমানে কেও আসে এবং অনৈতিক কিছু হচ্ছে। যেটা আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি এবং তাতে সে অস্বীকার করে এবং আমার সাথে নানা ভাবে ঝগড়া বিবাদ করে অতঃপর আমার গায়েও হাত তোলে। পরবর্তিতে আমিও তার গায়ে হাত তুলি। পরের দিন আমার স্ত্রী সকালে তার মাকে ডেকে আনে এবং আমার মা কেও আমার বাসায় ডেকে আনে। তার পর আমার স্ত্রী এবং তার মা আমাকে ও আমার মা কে অনেক অপমান করে এবং আমার স্ত্রী তার মায়ের সাথে তাদের বাসায় চলে যায়। পরে আমি সাউন্ড রেকর্ডিং এর মাঝে এই কোথাও সুনতে পারি যে আমার স্ত্রী টাকার বিনিময়ে ওই লোকের সাথে সম্পর্ক করেছে এবং তাকে বলে আমাকে ঠিক মত টাকা দিবা। কিন্তু সে কোনো ভাবেই শিকার করে না। নামাজ পড়ানোর পরেও জায়নামাজে বসেও সে মিথ্যা কথা বলে যে বাসায় কেও আসে নাই। আমাদের একটা ছেলে সন্তান আছে যার বয়স দুই বছর তিন মাস। এমত অবস্থায় আমি শরীয়তের দিক দিয়ে কি সিদ্ধান্ত নিতে পারি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
প্রথমত আমরা বলবো, সন্দেহপ্রবনতা একটা মারাত্নক রোগ। বিশেষত দাম্পত্য জীবনে অধিকাংশ কলহকারণ এই সন্দেহপ্রবনতা। কাজেই স্ত্রীর ব্যাপারে আগে নিশ্চিত হোন। যদি এই জাতীয় কিছু আসলেই পেয়ে থাকেন তাহলে মনে রাখুন মানুষের জীবনে ভুল ত্রুটি হতেই পারে। সেগুলো সংশোধনের পথও উন্মুক্ত রাখতে হবে।
দ্বিতীয়ত আমরা আমাদের সার্বিক অবস্থান বিবেচনা করে আপনাকে এই পরামর্শই দিব যেন বিষয়গুলো সম্পূর্ণ পারিবারিকভাবেই সমাধানের চেষ্টা করা হয়। সেক্ষেত্রে মান-অভিমান, মান্যবর ব্যক্তিদের মধ্যস্থতা, ওলামায়ে কেরামের নসিহত এবং অভিজ্ঞতালব্ধ উপদেশ ইত্যাদীর মাধ্যমে বিষয়গুলো সমাধানযোগ্য হতে পারে বলে আমরা আশা করি। আল্লাহ তায়ালা সহজ করুন। আমিন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন