আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বাজে চিন্তা থেকে বাঁচার উপায়

প্রশ্নঃ ১৩০৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন মেয়ে বিবাহিতা আমি নামাজ কুরান পরতে গেলে গালি বিস্রি কথা মনে আসে তারপর খাবার খাইতে গেলে বিস্মিলাহ বলি কিন্তু মনে মনে আসে সইতান র। পেসাব খাইতাচি র তাই আমি কি ভাবে এগুলে থেকে পরিতান পাইব র আল্লাহ আমাকে হেদায়াত করব জদি বলেন র আল্লহা কে গালি আসে

৯ জুন, ২০২৪
দাউদকান্দি

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মতি প্রশ্নকারী!
আল্লাহ তায়ালা আমাদের মঙ্গল করুন। নামাজের বাইরে যখনই মনে এজাতীয় চিন্তা বা খেয়াল জাগ্রত হবে তখন সাথে সাথে আপনি মনযোগের সাথে লা হাওলা ওয়া লা ক্যুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। আর যখন নামাজে দাঁড়াবেন তার আগে এই কল্পনা করুন যে, হতে পারে এটাই আপনার জীবনের শেষ নামাজ। এভাবে ধ্যানের সাথে নামাজ শুরু করলে ইনশাআল্লাহ অন্যকোনো খেয়াল আসবে না।

এছাড়া যখনই মনে কোনো বাজে চিন্তা, মন্দ খেয়াল আসবে তখন মনে মনে এই খেয়াল করুন যে, আল্লাহ তায়ালা আপনাকে দেখছেন, শোনছেন। আপানার প্রতিটি পদক্ষেপ, দেখা, বলা, ভাবা এবং নড়াচড়া সম্পর্কে আল্লাহ তায়ালা সম্যক অবগত আছেন। খোদায়ী রেজিস্টারে আপনার সকলকিছু রেকর্ড হচ্ছে। হাশরের ময়দানে এগুলোর পুরোপুরি হিসাব দিতে হবে। কাজেই যা ইচ্ছা ভাবা যাবে না। যাচ্ছেতাই বলা যাবে না।

আল্লাহ তায়ালা সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমার ওপর আল্লাহ তায়ালার অপার অনুগ্রহ। অনস্তিত্ত্ব থেকে তিনি অস্তিত্ত্বে এনেছেন। আমাকে সুস্থস্ববল জীবন দান করেছেন। আবার একদিন তার কাছে ফিরে যেতে হবে। ইনশাআল্লাহ এভাবে চিন্তা করলে মনের বদচিন্তা দূর হয়ে যাবে ।

আপাতত আপনি মুফতি মুশতাকুন্নবী কাসেমী সাহেব হাফিজাহুল্লাহু এর বয়ানগুলো শোনতে পারেন। এবং তার লিখিত ইসলাহী বইগুলো পড়তে পারেন। আশা করছি ইনশাআল্লাহ জীবনের মোড় ঘুরে যাবে। আল্লাহ তায়ালার সাথে মুহব্বতের সম্পর্ক কায়েম হবে। তবে নারীদের প্রতি হযরতের পরামর্শ হলো তারা যেন হযতের বয়ান শোনার সময় মোবাইলের স্কিন ঢেকে রাখেন অথবা ঘুরিয়ে রাখেন। কেননা পুরুষের জন্য যেমনিভাবে পরনারীর চেহারা দেখা হারাম তেমনিভাবে নারীর জন্যও পরপুরুষের চেহারা দেখা হারাম।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন