আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২৬১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, tahajeet namaz kevabe porte hoy

৯ জানুয়ারী, ২০২২
ফতুল্লা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





রাতের শেষাংশে সুবহে সাদিকের পূর্বে দুই রাকাত দু রাকাত করে নফল নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়তে হয়। আপনি ইশার পরে দু রাকাত সুন্নত যেভাবে আদায় করেছেন, তাহাজ্জুদ একই নিয়মে পড়বেন। পার্থক্য এটুকু, তাহাজ্জুদে সবকিছু ধীরেসুস্থে আদায় করতে হয়। সম্ভব হলে লম্বা লম্বা কিরাত পড়তে হবে। লম্বা সূরা মুখস্ত না থাকলে এক রাকাতে একাধিক সূরা পড়ে কিরাত লম্বা করবে। লম্বা রুকু করবে। লম্বা সাজদাহ করবে। এভাবে নামাজ শেষ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন