আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

স্ত্রীর হাতে হস্তমৈথুন

প্রশ্নঃ ১২৪৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটি গোপন বিষয় মাসয়ালা জানতেচাই তাহলো এই যদিকোনোব্যাক্তি তার স্ত্রীরহাতেরদ্বারা তার যৌন চাহিদা মিটাই (হস্তমৈথুন করে) তাহলে এটা জায়েয হবে কিনা।বা কোন গুনাহ হবে কিনা। জানালে উপকৃত হতাম।

৩০ এপ্রিল, ২০২৪
Patgati

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হস্তমৈথুন শরিয়ত ‍দৃষ্টিতে নাজায়েজ। বরং এর মাধ্যমে বহুমুখী ক্ষতি ও অনিষ্টের আশঙ্কা রয়েছে, যা চিকিৎসাবিদগণ উল্লেখ করে থাকেন; এতে এমন ক্ষতি রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে বড় বিপদ বিপজ্জনক; এ কাজ যৌনশক্তিকে দুর্বল করে ফেলে, চিন্তাশক্তি ও দূরদর্শিতার ক্ষতি সাধন করে এবং কখনো বা এর অভ্যাসী ব্যক্তিকে প্রকৃত দাম্পত্যসুখ থেকে বঞ্চিত করে। কারণ যে কেউ এ ধরনের অভ্যাসে নিজ কাম-লালসাকে চরিতার্থ করে থাকে, সে হয়তো বা বিবাহের প্রতি ভ্রূক্ষেপই করবে না।

তবে স্ত্রীর ঋতুকালীন স্বামী স্ত্রীর ক্ষেত্রে এমন মৈথুন অবৈধ নয়। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ

(সফল মু’মিন তারা) যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে। (সূরা মু’মিনূন ৫-৭)

সুতরাং অবৈধ হল, নিজের হাতে নিজের বীর্যপাত। স্বামী স্ত্রীর একে অন্যের হাত দ্বারা বীর্যপাত অবৈধ নয়।

আর ঋতুমতী স্ত্রীর সাথে যৌনাচার করার রাসূলুল্লাহ ﷺ ব্যপারে বলেছেন, اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلا النِّكَاحَ সহবাস ব্যতীত তার সাথে সবকিছু কর। (মুসলিম ৩০২)
(শায়েখ উমায়ের কোব্বাদী)

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন