কোন মাজহাব সবচেয়ে নিরাপদ? মানে ভূল ত্রুটি কম!
প্রশ্নঃ ১২২২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1. মাজহাবের মধ্যে কোন মাজহাব অধিক নিরাপদ মানে ভূল ত্রুটি কম। আর সালাফি মানহাজের কয়েকজন বক্তার নাম বলেন এখনকার সময়ের। ২. আমি যদি নিউ ইয়ার উদযাপন না করি। কিন্তু ছাদে উঠে আতশবাজি পটকা ইত্যাদি র উপভোগ করি সেটা কি কোনো গুনাহ হবে! ৩. ভূল ক্রমে নামাজ মিস হলে কাজা করার বিধান কি?৪. ফ্যামিলির র নিকটাত্মীয় র মাঝে কেউ প্রেম করলে আমি যদি তাকে ইংগিত ইশারা র মাধ্যমে বুঝিয়াই যেন এগুলা থেকে দূরে থাকে। কিন্তু সে আমার কথার তোয়াক্কা না করে এগুলো চালাই যেতে থাকলে এবং পরিশেষে বিয়ে করলে কি আমার কোনো গুনাহ হবে! ৫. তালিবান এর পুনরায় সরকার ব্যাবস্থা সম্পর্কে কি বলবেন! উনারা কি সমগ্র বিশ্বে খেলাফত এর জন্য উদম্যি নাকি নিজেদের স্বাথর্ হাসিল এর জন্য
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাজহাব সম্পর্কে বিস্তারিত জানতে আপনি নিচের নিচের বইদুটি অধ্যয়ন করতে পারেন। আমাদের এই অ্যাপে কিতাব সেকশনেও বইগুলোর পিডিএফ পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়া দেশের অভিজাত ইসলামী লাইব্রেরীগুলোতেও বইগুলো পাওয়া যাচ্ছে।
১. মাযহাব কি ও কেন?
-মূল লেখক: শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকী উসমানী (হাফিজাহুল্লাহ)
২. মাযহাব ও তাকলীদ
-লেখক আল্লামা মুফতি মনসুরুল হক (হাফিজাহুল্লাহ)
এদুটি কিতাব ডাউনলোড করে পড়ে নিন।
এছাড়াও সকলের কল্যাণার্থে নিচে কয়েকটি রেফারেন্স উত্তর সংযোজন করা হয়েছে মনযোগের সাথে সেগুলো অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ অপনার প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। তারপরও কোনো প্রশ্ন থাকলে প্রতিটি টপিকের জন্য আলাদা আলাদা প্রশ্ন করুন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন