আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৭৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা মেয়েরা অনেক ওয়াজ মাহফিল শোনি ও দেখি আবার অনেক সময় ভিডিও ওয়াজ দেখি তো আমার প্রশ্ন হলো আমরা যে বক্তার ওয়াজ দেখি তখন আমরা ঐ ব্যক্তির দিকে তাকিয়ে থাকি এতে কি কোনো গুনাহ হবে যেহেতু পরপুরুষের দেখলে গুনাহ হয় এতে ইসলাম কি বলে হাদীস দ্বারা প্রমাণিত করবেন দয়া করে

২৬ ডিসেম্বর, ২০২১
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن ال

 পুরুষের জন্য যেমনিভাবে পরনারীর চেহারা দেখা হারাম তেমনিভাবে নারীর জন্যও পরপুরুষের চেহারা দেখা হারাম। কাজেই আপনি যখন কোনো আলেমের বয়ান শোনবেন তখন অব্যশই মোবাইলের স্কিন ঢেকে রাখবেন অথবা মোবাইল উপুড় করে কিংবা ঘুরিয়ে রাখবেন।


قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا   يَصْنَعُونَ (30)

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا

.......الخ


والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন