আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৬৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ কে সলাত বলা না বলা এবং রোজা কে সওম বলতে হবে এ বিষয়ে জানার জন্য?

১৮ ডিসেম্বর, ২০২১
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





///
নামাজ ও সালাতের মধ্যে কোন পার্থক্য নেই তবে শব্দের উত্সগত পার্থক্য আছে। নামাজ ইরানি শব্দ আর সালাত আরবি শব্দ। যার শাব্দিক অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা, রহমত।
///
মূল কুরআনীয় ইসলামী আরবিতে ইসলামী উপবাসের নাম সাওম, বহুবচনে সিয়াম, যার শাব্দিক অর্থ হচ্ছে সংযম বা আত্মনিয়ন্ত্রণ বা বিরত থাকা। রোজা শব্দটি ফারসি শব্দ, যা এসেছে আদি-ইরানীয় ধাতুমূল রোওচাকাহ থেকে, যার অর্থ উপবাস, যা আবার এসেছে ইন্দো-ইরানীয় ধাতুমূল রোচস (रोचस्) থেকে,[১] যার অর্থ দিন বা আলো। ফারসি ভাষায় সিয়ামের প্রতিশব্দ হিসেবে রোজা ব্যবহৃত হয়, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য ভাষার মত কালক্রমে বাংলা ভাষাতেও শত শত বছর আগে থেকে এখন পর্যন্ত সাওম বা সিয়াম নামক ইসলামী উপবাস বোঝানোর জন্য সমধিকভাবে ব্যবহৃত হয়ে আসছে।

অতএব এটা ইস্পস্ট যে এখানে শব্দগত কিছু পার্থক্য মাত্র । বিধান বা হুকুমের দিক থেকে কোন পার্থক্য নেই।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন