আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৬৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম. আমার একটা মসলা জানার ছিল যে কোন নাপাক ব্যক্তি কোন মৃতব্যক্তির গোসল দিতে পারবে নাপাক অবস্থায়

২৪ ডিসেম্বর, ২০২১
পশ্চিমবঙ্গ ৭৪৩৪২৬

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





অন্তিম মুহূর্তে মুমূর্ষ ব্যক্তির কাছে হায়েজ-নেফাছওয়ালী মহিলারা থাকবে না। কেননা এই সময় আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে। তাদের যেন কোন কষ্ট না হয়। তবে হায়েযওয়ালী মহিলা মৃত ব্যক্তির লাশ গোসল করাতে নিষেধ নেই।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৮৭২৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রিয় ভাই বিষয়টা হচ্ছে তালাকের,, মনে করেন কোন ঝগড়রার বা রাগ নিয়ে স্বামী স্ত্রীকে বলেন তোমার সাথে সম্পর্ক রাখব না, বা ডিভোর্স দিয়ে দিব,, ছেলেটা তার পরিবারের কাছে বললো এ-ই বউ রাখব না। পেচ ভাঙ্গার ব্যবস্তা কর, তারা রাজি না বউ তালাক দেওয়ার বিষয়ে।। এখন আমার কথায় কি বউ তালাক হয়ে গেছে।। যদি তালাক হয়ে যায় তবে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে কেউ মানবে না। এ-ই সমাজ মানবে না। এ-ই রাষ্ট্র মানবে না। এখন তার কি করনিও।।। আমার প্রশ্নটা ভালো ভাবে বুজে উত্তর দিবেন।। এ-ই আশায় ব্যত্ত করছি।।।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৬ মে, ২০২২
বাঞ্ছারামপুর