আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৬৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাহরাম পুরুষ এর সামনে,মেয়েদের false nail/ artificial nail পড়া কি জায়েয?মেয়েরা কি synthetic hair এর fake eyelash পড়তে পারবে?

২৩ ডিসেম্বর, ২০২১
ঢাকা ১২১৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





আমাদের জানা মতে এসব অর্টিফিশিয়াল প্রসাধনী ব্যবহার করে অজু গোসল করলে গায়ের চামড়ায় পানি পৌঁছায় না। যার ফলে এগুলো ব্যবহার করে নামাজ পড়লে ওই নামাজ সহিহ হবে না।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৮৮৩৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার গ্রামের বাড়িতে নারী পুরুষ অবাধে পুকুরে গোসল করে৷ এমন কি এই পুকুরে কোন পর্দার ব্যবস্থাও নেই। পুকুরের পার দিয়ে সারাক্ষণই পুরুষের আনাগোনা থাকে। আমি কয়েকবার পুকুরে পর্দার ব্যবস্থা করার কথা বলছি৷ কিন্তু কেউ আমলেই নেয় নি। তাই আমি চাচ্ছি। ঐ পুকুরের কাছে একটা ছোট ব্যানার বা পোস্টার লাগানোর। যাতে লেখা থাকবে নারীদের বেপর্দায় গোসল করার পরিণতি ও নারী পুরুষ একসাথে গোসল করার পরিণতি। যা কোরআন ও হাদিসের আলোকে সুন্দরভাবে গুছিয়ে লেখা থাকবে। যা পুকুর গোসল করতে আসা নারী পুরুষের চোখে পড়বে এবং তারা সর্তক হবে।। এখন শাইখ আপনি যদি লিখে দেন তাহলে খুব উপকৃত হবো। আর আমি আমাদের মসজিদের খুদবার ইমাম কেউ এই বিষয় সর্তক করতে বলবো পাশাপাশি পোস্টারটি পুকুরের কাছে লাগিয়ে রাখবো যাতে তারা সর্তক হয় আর পর্দার ব্যবন্থা করে৷
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১ জুন, ২০২২
ঢাকা ১৩৬১