আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মোহর ও খুতবা ছাড়া বিবাহ

প্রশ্নঃ ১১৫৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পাত্র ও পাত্রী উভয় অভিভাবক এর সম্মতিতে ২ জন সাক্ষীর সামনে কবুল বললো ।কিন্তু বিয়ের খুতবা ও পড়া হয় নি। এবং তাদের দেনমোহর ঠিক হলো না।পাত্রী পরে দেনমোহর চেয়ে নেবে এই কথা বললো। এই ক্ষেত্রে বিয়ে হবে কি ?? পাত্রীর সম্মতিতে তারা দুজন কি মিশতে পারবে?

১২ জানুয়ারী, ২০২৫
West Bengal ৭০০১০৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


বিবাহের সুন্নতসম্মত তরিকা হলো, দুই জন সাক্ষীর ‍উপস্থিতি একজন (বর-কনে কিংবা তাদের নিযুক্ত অভিভাবক) অপর জনকে ইজাব (প্রস্তাব) করবে তারপর অপরজন কবুল বলবে। ইজাব ছাড়া কবুল বললে কিংবা পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে মেনে নিলেই বিবাহ সহিহ হবে না।

বিবাহে খুতবা পাঠ করা সুন্নত। বিনা ওজরে বিবাহের ন্যায় এমন একটি গুরুত্বপূর্ন কাজে এই সুন্নত পরিহার করা উচিত নয়।

ইজাব-কবুলের পূর্বে মোহর নির্ধারণ করে নেওয়া উত্তম। মোহর নির্ধারণ করা ছাড়া বিবাহ হলে সেক্ষেত্রে মহরে মিছাল দিতে হবে। তবে কখন আদায় করবে সেই ব্যাপারে তারা আলোচনা করে নিতে পারে।

বিবাহ সহিহ না হলে তাদের পরস্পরের দেখা সাক্ষাত করা জায়েজ নাই।
সুন্নতসম্মত বিবাহ সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের রেফারেন্স উত্তরগুলো দেখতে পারেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন