আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৪৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাযহাব মানা যাবে কি? বিস্তারিতভাবে আলোচনা করবেন।

১৩ ডিসেম্বর, ২০২১
বাইপাইল

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ইতিমধ্যে এ বিষয়ে উত্তর দেয়া হয়েছে, নিচে সংযুক্ত করা হল।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১১২৪৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি পার্বত্য এলাকায় থাকি,পাহাড়ি এলাকা হওয়া সত্তেও এখানে আল্লাহ'র রহমতে মাদ্রাসা,মসজিদ আছে।আবার মৌসুমে ওয়াজ'ও চলে।
কিন্তু বেশিরভাগ পাহাড়ি মানুষেরা ধর্ম/রিসালাত এগুলো তেমন বুঝে না,তারা কাজ নিয়ে ব্যস্ত থাকে।
আযান,ওয়াজ ইত্যাদি শুনলেও এর মহত্ত্ব বুঝতে অক্ষম।কেনাবেচা করতে আসলেও টাকার হিসাব বুঝে না অনেকেই,অনেক ভীতু থাকে।

এক্ষেত্রে তারা কী শরীয়াতে মুকাল্লাফ এবং আল্লাহ দুনিয়াতে বহু নৃ-গোষ্ঠীর অস্তিত্ব রেখেছেন,আমাদের এলাকার চাকমা-মারমারাও কী তাদের দলভুক্ত হবে?
আল্লাহ এমন মানুষদের কেন সৃষ্টি করেন?

২)বুদ্ধ কী কোনো আধ্যাত্বিক কেউ ছিলেন?তার প্রচারিত ধর্ম কী একেশ্বরবাদী?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১০ ডিসেম্বর, ২০২১
ঢাকা