আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জিকিরে বৈচিত্র কেন?

প্রশ্নঃ ১১২৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আগে সারাদিন জিকির করতাম শুধু لا اله إلا الله , এবং এতে ইহতেমাম ভালো থাকতো, অন্তর প্রশান্তি লাভ করতো, তবে পরবর্তিতে ভেবে দেখলাম যে শুধু জিকির করলে অন্যন্য ইস্তেগফার,দরুদ(سبحان الله و بحمده...) এগুলো সারাদিন পড়া হয়না, অথবা কম পড়া হয়, অথচ সবগুলোরই অনেক ফযীলত রয়েছে। তাই আমি সারাদিন সবগুলোই পড়ি। কিন্তু আগের মতন এহতেমাম ও প্রশান্তি পাইনা, "লা ইলাহা ইল্লাল্লাহ" দ্বারা যেমন হতো। আমি এখন "লা ইলাহা ইল্লাল্লাহ" পড়বো নাকি এভাবে নিন্মল্লিখিত ভাবে পড়বো?যেমন, এখন যেভাবে পড়ি:-استغفر الله،سبحان الله و الحمد لله و لا اله إلا الله الله اكبر،اللهم صل علي محمد النبي الامي و علي اله و سلمو تسليما.অর্থাৎ সবগুলোকে একসাথে করে নিয়েছি। এবং সারাদিন এভাবেই পড়ি।

২০ সেপ্টেম্বর, ২০২৪
Cairo, Cairo, Cairo, Egypt

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


স্বাদের বৈচিত্রের কারণে আমরা যেমন রকমারি খাবার গ্রহন করি, অথচ সুস্বাদু খাবার হলে একক খাবারেরও উদরপূর্তি করা যায় ঠিক জিকির এবং তাসবিহের মাঝেও স্বাদ ও সাওয়াবের বৈচিত্র্য রয়েছে। কাজেই সাধ্যমতো বেশী সংখ্যায় অধিক পরিমানে জিকির করা উচিত।

একসাথে একাধিক জিকির করা জায়েজ আছে। তবে মনে রাখতে হবে এর ফলে শব্দের অগ্রপশ্চাতের কারণে যেন জিকিরের কোনো নতুন রূপ গড়ে না ওঠে। তাহলে তা বিদয়াত হিসেবে বিবেচিত হবে।

প্রশ্নোক্ত পদ্ধতিতে আপনি ওই জিকির করতে পারেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন