প্রশ্নঃ ১১২৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহিলাদের হায়েজ ৭ দিন হবার পরের যদি হলদে ভাব দেখা যায়। তা হলে কি নামাজ পরা যাবে কি না?,
১০ ডিসেম্বর, ২০২১
ঝালকাঠি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান অনুযায়ী হায়েযের সর্বোচ্ছ সময়সীমা ১০দিন।এই ১০দিনের মধ্যে লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই রক্ত/তরল পদার্থ বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬)
হায়েজের দিনগুলোতে যেই কালারেরই রক্ত হোক, সেটি হায়েজের রক্ত বলেই গন্য হবে। উক্ত সময় নামাজ রোযা ইত্যাদি আদায় করা যাবেনা।
(কিতাবুল ফাতওয়া ২/৭৬)
তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা। (ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)
উম্মে আলক্বামাহ তথা মারজান (مَوْلاَةِ عَائِشَةَ) হইতে বর্ণিত,
عن أم علقمة أَنَّهَا قَالَتْ : " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ يَسْأَلْنَهَا عَنْ الصَّلَاةِ فَتَقُولُ لَهُنَّ لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنْ الْحَيْضَةِ "
তিনি বলেনঃ (ঋতুমতী) নারীরা আয়েশা (রাঃ)-এর নিকট ঝোলা বা ডিব্বা (دُرْجَة) পাঠাতেন, যাতে নেকড়া বা তুলা (كُرْسُفْ) থাকত। তাতে পাণ্ডুবৰ্ণ ঋতুর রক্ত লেগে থাকত। তাঁরা এই অবস্থায় নামায পড়া সম্পর্কে তার নিকট জাতে চাইতেন। তিনি (আয়েশা (রাঃ) তাদের বলতেন, তাড়াহুড়া করো না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা (বর্ণ) দেখতে না পাও। এটা দিয়ে তিনি ঋতু থেকে পবিত্র হওয়া (طُهْر) বুঝাতেন। (মুয়াত্তা মালিক-১২৭)
أن النساء کن یبعثن بالکرسف إلی عائشۃ رضی اللہ تعالیٰ عنھا فکانت تقول : لا حتی ترین القصۃ البیضاء‘‘ ( المؤطأ للإمام مالک : ۱/۵۹۱ ، : مصنف ابن عبد الرزاق، حدیث نمبر : ۱۱۵۹ )
সারমর্মঃ আয়েশা সিদ্দিকা রাঃ সেই সমস্ত মহিলাদের বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা দেখিতে না পাও।
,
لما قال المرغینانیؒ: وما تراہ المرأۃ من الحمرۃ والصفرۃ والکدرۃ حیض حتٰی تری البیاض حائضًا۔ (الھدایۃ:ج؍۱،ص؍۴۶، باب الحیض)
মহিলারা লাল,হলুদ,মাটিয়ালি যাহা কিছুই দেখে,সেটা হায়েজ।
যতক্ষন পর্যন্ত স্পষ্ট সাদা কালার দেখতে না পারে।
قال الحصکفیؒ:وما تراہ من لون ککدرۃ وتر بیۃ فی مدتہ المعتادۃ سویٰ بیاض خالص۔(الدرالمختار علٰی صدرردّالمحتار:ج؍۱،ص؍۲۸۹،باب الحیض)
মহিলারা তাদের হায়েজের সময়সীমারআঝে মাটিয়ালি,ইত্যাদি রং থেকে যাহা কিছুই দেখে, সেটা হায়েজ।
স্পষ্ট সাদা কালার ব্যাতীত।
★প্রশ্নে উল্লেখিত ছুরতে সাদা এবং লাল মিশ্রিত হলুদ বর্নের রক্ত বের হয়েছে,এটা যদি ১০ দিনের মধ্যেই হয়ে থাকে,তাহলে সেটি হায়েজ।
তাই সেটি বের হওয়া বন্ধ হলে আবারো আপনাকে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে।
(আল্লাহ-ই ভালো জানেন)
------------------------
মুফতী ওলি উল্লাহ
والله اعلم بالصواب
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (০)
কোনো মন্তব্য নেই।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
৪১৫৬১
পাক- নাপাকের মাসায়েল
২৭ সেপ্টেম্বর, ২০২৩
Dhaka, Bangladesh

উত্তর দিয়েছেনঃ মুফতি মোহাম্মদ আমীর হোসাইন
৩২৫২১
নাপাক কাপড় পাক করার নিয়ম এবং শরীরে লাগলে তার হুকুম
৮ এপ্রিল, ২০২৩
Dhaka

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী
৩০৬৬১
অজু গোসলে নাক-কানের ছিদ্রে পানি প্রবেশ করানোর বিধান
২৮ মার্চ, ২০২৩
ঢাকা ১২১৬

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩৩০২৬
পাকা বা টাইলস বিশিষ্ট ফ্লোরে বাচ্চা প্রস্রাব করলে তা পবিত্র করার পদ্ধতি
১২ মে, ২০২৩
হোমনা

উত্তর দিয়েছেনঃ মুফতি জাওয়াদ তাহের
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে
মাসায়েল-এর বিষয়াদি লোড হচ্ছে