আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১২১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছালামু আ'লাইকুম হুজুর, বিয়ের ক্ষেত্রে পাত্রী রাজি না ছেলে বদ দ্বীনি তাই। বিয়ের জন্য অভিভাবক জেদ ধরেছে করনীয় কি? আর বিয়ে যদি দিয়ে দেয় তাহলে কি সেই বিয়ে শুদ্ধ হয়ে যাবে? পাত্রীর কি অধিকার থাকবে না সেই বিয়ে ভেঙ্গে ফেলার?

৯ ডিসেম্বর, ২০২১
Dhaka 1212

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সুখী ও সুন্দর দাম্পত্যের জন্য বর-বধুর দীনদার হওয়ার কোনও বিকল্প নাই। যে পরিবার যতবেশী দীনদার তারা ততবেশী সুখী -এটা চির সত্য! হয়তো সাময়িকভাবে অনেকের জন্য মেনে নেওয়া কষ্টকর হবে। কিন্তু বাস্তবতা এখানেই। কাজেই বিবাহের ক্ষেত্রে বিষয়টিকে গুরুত্ব দেওয়া আবশ্যক। তাছাড়া যদি বিবাহ হয় পরিবারের সম্মতি এবং তাদের পছন্দানুযায়ী তাহলে সেখানে পরিবারের দায় অনেকখানি বেশী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সম্পদ ও সৌন্দর্যের লোভে পড়ে দীনদারীর বিষয়টি ভুলে যাই। পরবর্তীতে দেখা যায় এই সম্পদ-সৌন্দর্যই ঘর ভাঙ্গার কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার তাওফিক দান করুন।

মেয়ে যদি বয়ঃপ্রাপ্ত হয় তাহলে তার অনুমতি ছাড়া বিবাহ হবে না এবং অনুমতি পাওয়ার জন্য তার ওপর যেকোনো ধরণের চাপ প্রয়োগ করাও জায়েজ হবে না। এতদসত্ত্বেও চাপের মুখে বা লোকলজ্জার ভয়ে যদি নারী বিয়েতে সম্মতি দিয়ে দেয় বা কবুল বলে ফেলে তাহলে সেই বিবাহ সহিহ হয়ে যাবে। পরবর্তীতে "আমার অসম্মতিতে বিবাহ হয়েছে" এই কথা বলার অবকাশ থাকবে না।

উদ্ভূত পরিস্থিতিতে আপনি আপনার পরিবারকে দীনদারীর বিষয়টি এবং তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝাতে চেষ্টা করুন। আপনার চাওয়া-পাওয়া, স্বপ্ন ও প্রত্যাশা সম্পর্কে তাঁদের জানান। প্রয়োজনে তাঁদের মান্যবর এবং অভিজ্ঞ কোনো আলেমের মাধ্যমে তাঁদের নসিহত করাতে পারেন। আশা করি তাঁরা বিষয়টি বুঝতে সক্ষম হবেন।

উল্লেখ্য, বিবাহ শাদীতে পরিবারের সাথে বিরোধে জড়িয়ে পড়া কাম্য নয়।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন