আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১১৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মধ্য রাতে সাপের স্বপ্ন দেখছি.আমি এখন গর্ভবতী. এই স্বপ্নের ব্যাখ্যা কী?

৭ ডিসেম্বর, ২০২১
পশ্চিমবঙ্গ ৭০০০৮২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





-
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)

ইবনে সিরিন রাহ বলেন,
فإن رأى حية تمشي خلفه فإنّ عدوه يريد أن يمكر به فإن مشت بين يديه أو دارت حوله فإنّهم أعداء يخالطونه

যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছু পিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করা জন্য চেষ্টা করতেছে।আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করতেছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শুত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্টজনদের মধ্যে। (তাফসিরুল আহলাম-ইবনে সিরিন-২/৪)

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১০৭৯৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি স্বপ্নে দেখলাম কেও একজন আমার কাছের মানুষ আমকে বললো আমার হাতের আংগুলের দিকে কিছু ফোস্কা পরার মতো কিছু দাগ আর এইগুলা একটা রোগের লক্ষন।তখন জিজ্ঞাসা করায় আমাকে বললো আমার ক্যান্সার রোগ ধরা পড়েছে,,অর্থাৎ আমি মারা যাবো বেশিদিন বাঁঁচবো না,,তো আমিও বলে উথলাম আলহামদুলিল্লাহ আর আমি খুশির একটা চেহারা নিয়াই ছিলকম মুখে যেমন আলহামদুলিল্লাহ অন্তর থেকে ও আলহামদুলিল্লাহ এমন ছিলান। আর আমি একবার বললাম নাকি ভাবলাম যে আমার জন্য এইটা খুশির ব্যাপার কারন আল্লাহর ডাক আসছে আর আমার যাওয়া লাগবে সাক্ষাৎ এর জন্য।
এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ নভেম্বর, ২০২১
ঢাকা
#১৩৮১৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার মামি মারা গেছেন ৯ বছর।
আমি স্বপ্নে দেখলাম যে তার মেঝ মেয়ে রাত্রে তাকে কবর থেকে উঠালো। তখনও সে মৃত ছিলো.. দেখলাম মুরগি যেভাবে ছোলা হয় ঠিক সেভাবে একটা মুরগির মতো ছোলা।
মানে একটা চামড়া ছাড়া ছোলা মুরগি তার লাশের বদলে..!
আমি তার মেঝ মেয়েকে জিজ্ঞেসা করলাম তাকে কেন এভাবে কবর থেকে তুলা হলো, সে বলল হাশরের মাঠে তো তাকে আবার মাংস সম্মতই উঠানো হবে..!!!
এইসব দৃশ্য দেখে স্বপ্নের মধ্যেই আমার খুব ভয় লাগছিলো।
আর যে সময় থেকে আমি এই স্বপ্ন দেখেছি এখন পর্যন্ত ও এই স্বপ্ন আমাকে খুব চিন্তিত ও ভাবিয়ে তুলেছে।
আমার এই স্বপ্নের ব্যাখ্যা কী জানালে উপকৃত হব।
ধন্যবাদ!
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৬ ফেব্রুয়ারী, ২০২২
Shiruail