আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১১৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত, আমি প্রথমে নাউজুবিল্লাহ বলতেছি,আল্লাহ আমাকে মাফ করুন, আমি জানার জন্য বলতেছি,আমি এটা বিশ্বাস করি না,,,আবারও বলতেছি জানার জন্য বলতেছি, বলা হলো তোমারা তোমাদের স্ত্রী দের দাস দাসীর মতো ব্যবহার কো না,এর অর্থ এি নয় কি, দাস দাসীকে খারাপ ব্যাবহার করার অনুমতি দেওয়া হয়েছে/??

৪ ডিসেম্বর, ২০২১
রাঙ্গামাটি

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রিয় প্রশ্নকারী!
ইসলামপূর্ব যুগে দাসদাসীদের সাথে অত্যন্ত পাষবিক অচরণ করা হতো। তাদের অধিকার ক্ষুন্ন করা হতো।

দাসদাসীদের ব্যাপারে ইসলামের নীতি অত্যন্ত সুস্পষ্ট। বিদায় হজের ঐতিহাসিক ভাষনে রাসুলুল্লাহ সাঃ এব্যাপার বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন এবং মানুষ যেন দাসদাসীদের হক রক্ষা করে সেই ব্যাপারে সতর্ক করেছেন।
ইরশাদ করেন, "হে সভ্যমণ্ডলী! এক মুসলমান অপর মুসলমানের ভাই, সব মুসলমান পরস্পর ভাই ভাই; তোমাদের অধীনদের (দাস-দাসী) প্রতি খেয়াল রাখবে, তোমরা যা খাবে, তাদের তা খাওয়াবে, তোমরা যা পরিধান করবে, তাদেরও তা পরাবে।"

রাসুলুল্লাহ সাঃ এর সমকালীন সময়েও নারীদের বিশেষত স্ত্রীদের সাথে অন্যায় আচরণ এবং জুলুম করা হতো। মূলত রাসুলুল্লাহ সা. তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করেছেন।

দাসদাসীদের ওপর কি পরিমান পাশবিক নির্যাতন হরা হতো তার কিছুটা নজির পেতে পুড়ুন অ্যালেক্স হ্যালির লিখিত বই "রুটস"। গীতি সেন অনুদিত এর বাংলা নাম "শিকড়ের সন্ধানে"।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন