আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মাইকে নামাজের বিধান

প্রশ্নঃ ১১০২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাইকে নামাজ পড়ার বিধান কি? এক শ্রেণীর আলেম একটা বই লিখছেন যেখানে বলা আছে নামাজের মধ্যে মাইক ব্যবহার করা হারাম। তাদের মতে নামাজে মাইক ব্যবহার করলে নামাজ হবে না অথচ সারা বিশ্বেই নামাজের মধ্যে মাইক ব্যবহার করা হয়। আর তাদের ওখানে অনেকগুলো রেফারেন্স আনা হইছে অনেকগুলো কোরআনের আয়াত হাদিস।* আমার জানার খুব ইচ্ছে কারণ তারা যেহেতু নাজায়েজ বলেন নাই এই জিনিসটাকে হারাম পর্যায়ে নিয়ে গেছে। এক শ্রেণীর মানুষ যদি হারাম বলছে আর আমরা একেবারে হালাল বলতেছি। যদি আমাকে এই বিষয় একটু হেল্প করেন তাহলে আমি আরো কিছু মানুষকে বোঝাতে সক্ষম হব।* আর এই কথার কী কোন ভিত্তি আছে, সন্দেহে থাকা মানেই হারামে ডুবে থাকা। এটা কি কোন কুরআন-হাদীসের কথা?

৯ ডিসেম্বর, ২০২৪
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রশ্নে বর্ণিত বইটি আমাদের দৃষ্টিগোচরে আসেনি। বইতে কি কি দলিল উপস্থাপন করেছে? কি আঙ্গিকে করেছে? না দেখে মন্তব্য করতে তাচ্ছি না।
তবে সামগ্রিক ভাবে এটুকু কথা বলা যায়, নতুন ফিতনা উস্কে দিয়ে অনর্থক কাজে আমাদের সময় নষ্ট করা ও ব্যতিব্যস্ত রাখা তাদের মূল উদ্দেশ্য হবে। বহু প্রয়োজনীয় কাজ পড়ে আছে। একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য পন্থাকে ভুল সাব্যস্ত করে নতুন করে গোলযোগ সৃষ্টি করা ও জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি করা ছাড়া আর কি উদ্দেশ্যে হবে এদের?
আল্লাহ তায়ালা আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করুক।

বড় জামাতে পিছনের দিকের লোকদের কানে আওয়াজ পৌঁছানোর জন্য মুকাব্বির রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আমল থেকে প্রমাণিত।
মোকাব্বির ইমাম থেকে ভিন্ন সত্ত্বা। মোকাব্বির সাহেব ইমামের মুক্তাদী হয়ে ইমামের আওয়াজ নকল করে। আর এই আওয়াজ অনুসরণ করে দূরের মুসুল্লিরা নামাজ পড়লে তাদের নামাজ হয়ে যাচ্ছে। অথচ মাইক ভিন্ন সত্ত্বা নয়। মাইকের ভিন্ন কোন আওয়াজও নেই। শুধুমাত্র ইমামের আওয়াজ উঁচু করে। এই আওয়াজ শুনে মুক্তাদিরা নামায পড়লে তাদের নামাজ হবে না কেন?

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন