আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৯৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহাজ্জুত নামাজ কি জামাতে আদায় করা যাবে???

২৭ নভেম্বর, ২০২১
Jeddah ২২৩৪২ ২৬০৩

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে শুধু তারাবীহ নামায জামাতের সাথে আদায় করেছেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তাহাজ্জুদ নামায জামাতের সাথে পড়েছেন মর্মের কথাটি সঠিক নয়।

বুখারী শরীফসহ অন্যান্য হাদীস গ্রন্থে মসজিদে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের সাথে যে নামায পড়েছিলেন তিন দিন। মুহাদ্দিসগণ ও ফুক্বাহায়ে কেরামের বক্তব্য অনুপাতে তা তারাবীহ নামায ছিল। তাহাজ্জুদ নামায নয়।



এ কারণেই ফুক্বহায়ে কেরামগণ বলেছেন রমজানের তারাবীহ ছাড়া অন্যান্য নফল, চাই তা তাহাজ্জুদ হোক বা অন্য নামায তা জামাতে পড়া মাকরূহ।

তবে যদি ইমাম ছাড়া দুইজন হয়, তাহলে জায়েজ আছে। কিন্তু তিনজন হলে মতভেদ আছে। বাকি ইমাম ছাড়া তিন হয়ে গেলে তা সর্বসম্মত মতানুসারে মাকরূহ।

তাই তিনের অধিক ব্যক্তিসহ তারাবীর জামাত মাকরূহ। আর تداعى তথা ডেকে একত্র করে জামাতের সাথে তাহাজ্জুদ পড়লেতো অবশ্যই মাকরূহ।

ডেকে একত্র করার অর্থ এও যে, তিনজনের বেশি মুসল্লি হয়ে যাওয়া।

সেই সাথে এভাবে জামাত পড়া বিদআতও হবে। যে কাজ রাসূল সাঃ ও সাহাবাগণ এবং তাবেয়ীগণ করেননি, সেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মনে করে পড়া বিদআত।

এ বিষয়ে দালিলীক আলোচনা জানতে হলে পড়ুন- ফাতওয়া উসমানী-১/৪৪৪-৪৫৮।


তাহাজ্জুদের জামাতকে মাকরূহ আখ্যাদান করে ফাতওয়া প্রদান করেছেন উলামায়ে দেওবন্দের শিরোমণি মুফতীগণ!



ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ- ৪/২২২-২২৪।



ফাতাওয়া মাহমূদিয়া-১১/৩০৫-৩০৮।



ফাতাওয়া রহীমিয়া-৫/২১৭-২১৯।



আহসানুল ফাতওয়া-৩/৪৯৩।



ফাতাওয়া হক্কানিয়া-৩/২৫৯।



নিজামুল ফাতাওয়া-৬/১/৩৩।



ইমদাদুল আহকাম-২/২২৫।



ফাতাওয়া উসমানী-১/৪৪৪-৪৫৮।



কিতাবুল ফাতাওয়া-২/৩৭০-৩৭১।



শাইখুল ইসলাম সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানী রহঃ কেন তাহাজ্জুদের জামাত পড়তেন?

যারা আরবী বুঝেন, তারা্ ফিক্বহের কিতাবের আরবী ইবারত দ্বারাই পরিস্কার হয়ে গেছেন যে, উলামায়ে আহনাফের নিকট তাহাজ্জুদের জামাত মাকরূহ। সেই সাথে উলামায়ে দেওবন্দের সকল মুফতীগণও একই মত পোষণ করেন।

প্রশ্ন হল, উলামায়ে দেওবন্দের একজন শিরোমণি আলেম, শাইখুল ইসলাম সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানী রহঃ কেন রমজান মাসে তাহাজ্জুদ নামাযের জামাত পড়তেন?

এর দু’টি জবাব দেয়া যায়ঃ



সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদাহু একজন বিজ্ঞ মুহাক্কিক আলেম ছিলেন। তার নিকট দলীলের আলোকে রমজানে তাহাজ্জুদ পড়া প্রমাণিত মনে হয়েছে। তাই তিনি পড়েছেন। এটি হযরতের একটি “তাফাররুদ” তথা ব্যক্তিগত আমল।

তিনি মুহাক্কিক আলেম ছিলেন, তাই এটি তার ব্যক্তিগত বিষয় হিসেবে রাখতে হবে। এর দ্বারা দলীল পেশ করা যৌক্তিক নয়।

বাকি জমহুর এটিকে মাকরূহ বলেছেন। তাই আমরাও এটিকে মাকরূহ মনে করি।



হযরত তাহাজ্জুদ নামাযের গুরুত্ব তার অনুসারীদের কাছে বুঝানোর জন্য তিনি তাহাজ্জুদ জামাতে পড়েছেন। সুন্নাহ মনে করে নয়। [الله اعلم باصواب]

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন