আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৮৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হল- 6 বছরের কোনো বাচ্চা অযু ছাড়া কোরান শরীফ স্পর্শ করতে পারবে কি না? বাচ্চাদের অতিরিক্ত রাগ কমাবার কোনো আমল থাকলে দয়া করে জানাবেন । ইস্তেগফার কিভাবে করতে হয়? জাজাকাল্লাহু খাইর

২৮ নভেম্বর, ২০২১
State of Tripura

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





শিশু বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ওপর শরীয়তের কোনো বিধান চাপানো যায় না। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

رفع القلم عن ثلاثة: عن الصغير حتى يبلغ، وعن النائم حتى يستيقظ، وعن المجنون حتى يفيق

তিন ব্যক্তির উপর থেকে (দায়িত্বের) কলম উঠিয়ে নেয়া হয়েছে, (১) ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত (২) শিশু বালেগ হওয়া পর্যন্ত এবং (৩) পাগল বিবেকবুদ্ধি ফিরে পাওয়া পর্যন্ত। (আবু দাউদ ৪৪০৩ তিরমিযী ১৪২৩ নাসাঈ ৩৪৩২ ইবনে মাজাহ ২০৪১)

সুতরাং নাবালেগ শিশু ওযু ছাড়াই কোরআন ধরলে তার কোন গুনাহ হবে না। তবে বড়দের উচিত, শিশুকে এই শিক্ষা দেয়া যে, কোরআন ওযু ছাড়া ধরা যায় না।


অনুগ্রহ পূর্বক আপনার বাকী প্রশ্নগুলো আলাদা ভাবে করুন,।
এক সাথে একাধিক প্রশ্ন করা থেকে বিরত থাকুন। নতুবা অন্যরা প্রশ্নের উত্তর পাওয়া থেকে বঞ্চিত হবে।

মাসাইল সেকশনে সার্চ করে দেখুন (হয়ত ইতিমধ্যে অনুরূপ কোনও প্রশ্নের জবাব দেয়া হয়েছে)।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন