আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সুরা ফাতিহার কোন আয়াত ভুলে ছেড়ে দিলে

প্রশ্নঃ ১০৪৪৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুরা ফাতিহার একটি আয়াত ছেড়ে চলে যায় তাহলে কি নামাজ হবে

২৪ মে, ২০২৫
West Bengal ৭১১৩১২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যেসব রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব— যেমন: ফরজ নামাজের প্রথম দুই রাকাত এবং সুন্নত, নফল ও বিতরের প্রতিটি রাকাতে— সেসব রাকাতে যদি কেউ ভুলে সূরা ফাতিহার কোনো আয়াত ছেড়ে দেয়, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে।

আর যেসব রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব নয়— যেমন ফরজ নামাজের শেষের দুই রাকাত— সেখানে যদি কেউ পুরো সূরা ফাতিহা বা এর কোনো অংশ না পড়ে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না।

আর যদি কোনো নামাজে সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যায়, কিন্তু তা আদায় না করা হয়, তাহলে সেই নামাজ ওই ওয়াক্তের মধ্যেই পুনরায় আদায় করা ওয়াজিব। ওয়াক্ত শেষ হয়ে গেলে অসম্পূর্ণ অবস্থায় আদায় হিসেবে গণ্য হয়। তখন পুনরায় পড়া মুসতাহাব।

"لکن في المجتبی یسجد بترك آیة منها، و هو أولی." (درمختار)

وقال الشامي:

"وذکر الآیة تمثیل لاتقیید؛ إذ بترك شيءٍ منها آیة أو أقل و لو حرفًا لایکون آتیًا بکلها الذي هو الواجب." (فتاویٰ شامی ۲/۱۴۹)

وکذا في الطحطاوي علی المراقي ۲۵۰، عالمگیری ۱/۱۲۶، البحر الرائق ۲/۹۴)

حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح (ص: 440):



"كل صلاة أديت مع كراهة التحريم تعاد أي وجوباً في الوقت، وأما بعده فندب ".

فتوی نمبر : 143908200935

دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

والله اعلم بالصواب

মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার শিক্ষক, হাদীস ও ফিকহ বিভাগ মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন