আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০১৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাঝে মধ্যে মসজিদে যেতে দেরি হওয়ায় ১/২/৩/৪ রাকাত নামায মিস হয়ে যায়। সেই ক্ষেত্রে তো আমাকে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে বাকি নামায আদায় করতে হবে। নামাযে যদি ২/৩/৪ রাকাত নামায মিস করি তখন কিভাবে কখন কয়টি বৈঠক করবো? মানে কত রাকাত পর বৈঠক করবো?

১৪ নভেম্বর, ২০২১
৪৬XW+C৫২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





মাসবূক ব্যক্তির ছুটে যাওয়া নামাজ আদায়ের বিভিন্ন নিয়ম:

জামায়াতের শুরু থেকে ১/২ রাকাত ছুটে গেলে ইমামকে যে অবস্থায় পাবেন তাকবীর তাহরীমা বলে ইমামের সঙ্গে নামাজের জামাতে যুক্ত হয়ে যাবেন। ইমামের শেষ বৈঠকে ইমাম সালাম ফিরানোর পর আপনি তাকবীর বলে দাঁড়িয়ে ছুটে যাওয়া নামাজগুলো পূর্ণ করবেন।

এক রাকাত ছুটলে এ রাকাত পূর্ণ করার পদ্ধতি সম্পর্কে বলার অপেক্ষা রাখে না।
(নামাজের প্রথম রাকাত যেমন ছিল অর্থাৎ সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা এবং আরেকটি সূরা মিলিয়ে এই রাকাত পড়বেন)

মাগরিব ছড়া অন্য ওয়াক্তে দুই রাকাত ছুটলে এই রাকাতগুলো আদায়ের পদ্ধতি সম্পর্কেও আশা করি বলার অপেক্ষা নেই।
(নামাজের প্রথম দু'রাকাত যেমন ছিল অর্থাৎ উভয় রাকাতে সুরা মিলিয়ে নামাজ পড়বেন)

মাগরিবে দুই রাকাআত ছুটে গেলে ইমামের সালামের পর আপনি এক রাকাত পড়ে বসবেন। কেননা ইতোমধ্যে আপনার মোট ২ রাকাআত হয়েছে। এক রাকাত ইমামের সঙ্গে পড়েছেন। আরেক রাকাত একা একা পড়েছেন। তাশাহহুদ পড়ে বৈঠক থেকে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত পড়বেন।

যোহর, আসর ও ইশায় তিন রাকাত ছুটলে ইমামের সালামের পর তাকবীর বলে দাঁড়িয়ে প্রথম রাকাত পড়বেন। ইতোমধ্যে আপনার দুই রাকাত হয়ে গেছে। এক রাকাত ইমামের সাথে পড়েছেন। আরেক রাকাত (নামাজের প্রথম রাকাত) একা একা পড়েছেন। এখন আপনি বৈঠক করে তাশাহহুদ পড়বেন।
তাশাহহুদ শেষে দাঁড়িয়ে অবশিষ্ট দুই রাকাত পড়বেন। এই দুই রাকাআত হল দ্বিতীয় এবং তৃতীয় রাকাত। সুতরাং একটাতে সূরা মিলাবেন। অপরটিতে সূরা মিলাবেন না।

মাগরিবে তিন রাকাত ছুটে গেলে (ইমামের সাথে যদি আপনি শেষ বৈঠকে এসে শরিক হন, তবে) ইমামের সালামের পর দাঁড়িয়ে প্রথম ও দ্বিতীয় রাকাতে সুরা কিরাত মিলিয়ে পড়বেন। এরপর বৈঠক করে তাশাহহুদ পড়বেন। তাশাহহুদ শেষে তাকবীর বলে দাঁড়িয়ে শেষ রাকাত পড়বেন। এই রাকাতে সুরা মিলাবেন না।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন