আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৩৫২১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। গায়রে মাহরাম মহিলাদের সাথে কথা বলার হুকুম কী?? একজন আলেমে দ্বীনের এক বয়ানে শুনেছি প্রয়োজন এর সময় নাকি কথা বলা যাবে। কিন্তু তিনি তার বয়ানে প্রয়োজন বলতে কী ধরনের প্রয়োজনে কথা বলা যাবে সেটা উল্লেখ করেন নি। এখন আমার জনার বিষয় হচ্ছে কোন কোন অবস্থা গুলো কে শরীয়তে প্রয়োজন বলে গন্য করা হবে।
বিঃদ্রঃ বর্তমান অধিকাংশ মহিলারাই সতর ডেকে রাখলে ও চেহারা খুলে রাখে, সে ক্ষেত্রে এমন মহিলার সাথে কথা বলা অবস্থায় তার চেহারার দিকে তাকানো যাবে কী??
+8801765334363
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৯ নভেম্বর, ২০২০
পলাশ
#১৮২১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

কোনো মহিলার জন্য তার দেবর বা ভাসুর কিংবা তার স্বামীর ভগ্নিপতি এবং অন্যান্য গাইরে মাহরাম আত্মীয়স্বজন যেমন স্বামীর মামা, খালু, ফুফা ইত্যাদি এদের সাথে পর্দার অন্তরালে থেকে বা ফোনের মাধ্যমে কথাবার্তা বলা কিংবা খোঁজখবর নেওয়া জায়েয হবে কি?

বা ঐ সকল লোকেরা ঐ মহিলার সাথে কথাবার্তা বলতে গেলে জায়েয হবে কি না? এমনিভাবে স্বামীর জন্য তার স্ত্রীর ঐ সকল আত্মীয়স্বজন যাদের সাথে পর্দা করা ফরয তাদের সাথে পর্দা করে বা ফোনের মাধ্যমে কথাবার্তা বলা বা খোঁজ-খবর নেওয়া জায়েয হবে কি? বা ঐ সকল মহিলারা ঐ পুরুষের সাথে কথা বলতে চাইলে তা জায়েয হবে কি?

 

 

 


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
৮ অক্টোবর, ২০২০