আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৫৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনুগ্রহ করে কুরআন হাদিসের আলোকে জানাবেন যে, একটি শিশু কতদিন মায়ের দুধ পান করতে পারবে? এই সময় কি আরবি তারিখ অনুযায়ী হিসেব করতে হবে নাকি বাংলা বা ইংরেজি তারিখে হিসেব করা যাবে? শিশুর মা যদি নির্দিষ্ট সময়ের অল্প কিছু দিন কম খাওয়ায় তাহলে কি শিশুকে হক নষ্ট হবে? শিশুর কান্নাকাটি বা চাহিদার কারনে নির্দিষ্ট সময়ের বেশি খাওয়ালে গোনাহগার হবে কিনা? আল্লাহ তায়ালা আপনাদের কল্যান দান করুন।

১৪ নভেম্বর, ২০২০
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারীমে ইরশাদ করেন:
وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلاَدَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ الرَّضَاعَةَ وَعلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ لاَ تُكَلَّفُ نَفْسٌ إِلاَّ وُسْعَهَا لاَ تُضَآرَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلاَ مَوْلُودٌ لَّهُ بِوَلَدِهِ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذَلِكَ فَإِنْ أَرَادَا فِصَالاً عَن تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا وَإِنْ أَرَدتُّمْ أَن تَسْتَرْضِعُواْ أَوْلاَدَكُمْ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُم مَّا آتَيْتُم بِالْمَعْرُوفِ وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُواْ أَنَّ اللّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ন দু'বছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। আর সন্তানের অধিকারী অর্থাৎ, পিতার উপর হলো সে সমস্ত নারীর খোর-পোষের দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী। কাউকে তার সামর্থাতিরিক্ত চাপের সম্মুখীন করা হয় না। আর মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। এবং যার সন্তান তাকেও তার সন্তানের কারণে ক্ষতির সম্মুখীন করা যাবে না। আর ওয়ারিসদের উপরও দায়িত্ব এই। তারপর যদি পিতা-মাতা ইচ্ছা করে, তাহলে দু'বছরের ভিতরেই নিজেদের পারস্পরিক পরামর্শক্রমে দুধ ছাড়িয়ে দিতে পারে, তাতে তাদের কোন পাপ নেই, আর যদি তোমরা কোন ধাত্রীর দ্বারা নিজের সন্তানদেরকে দুধ খাওয়াতে চাও, তাহলে যদি তোমরা সাব্যস্তকৃত প্রচলিত বিনিময় দিয়ে দাও তাতেও কোন পাপ নেই। আর আল্লাহকে ভয় কর এবং জেনে রেখো যে, আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভাল করেই দেখেন।
সুরা বাকারা ২:২৩৩

আয়াতের শুরুর দিকে আল্লাহ তাআলা দুই বছরের কথা বলেছেন।

তাই শিশুকে বুকের দুধ পান করানোর সময়সীমা হল, জন্ম থেকে চান্দ্র মাস হিসাবে দু’বছর। এরপর শিশুকে বুকের দুধ পান করানো জায়েয নয়।
কুরআন, হাদীস এবং সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণের বর্ণনামতে এটাই প্রমাণিত ও অনুসরণীয়।
কোন মায়ের বুকের দুধ শুকিয়ে গেলে অথবা স্বাস্থ্যগত কারণে দু বছর থেকে কিছুদিন কম দুধ পান করালে গুনাহ হবে না এবং এতে শিশুর উপর কোনো জুলুম হবে না যদি শিশু অন্য খাদ্য খেতে অভ্যস্ত হয়ে যায়।
আর যদি শিশু ইতোমধ্যে অন্য খাবার খেতে অভ্যস্ত না হয়, তাহলে শিশুর বয়স দু'বছর হওয়া পর্যন্ত কোন দুধ মা থেকে বুকের দুধ খাওয়ানো হবে।

সহীহ বুখারী ২/৭৬৪
জামে তিরমিযী ১১৫২
মুসান্নাফ ইবনে আবি শায়বা ৯/২৯৫খুলাসাতুল ফাতাওয়া ২/১১
ফাতাওয়া খানিয়া ১/৪১৭
আলবাহরুর রায়েক ৩/২২৩
ফাতাওয়া হিন্দিয়া ১/৩৪৩
হিদায়া (ফাতহুল কাদীর) ৩/৪২৩
আদ্দুররুল মুখতার ৩/২০৯

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর