আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১১২৩৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি রহমান ইবনে আহাম্মদ আমার জন্য এই পস্ন টা খুব ই জরুরি উত্তর টা পেলে খুব ই খুশি হতাম। আলহাদুলিল্লাহ আমি নামাজ রোজা সব প্রায় করি even পুরা চেষ্টা করি সঠিক ভাবে ইসলাম মানার।
যায় হোক পস্নে ফিরে আসি আমার পশ্ন টা হলো আমি আমার পরিবারের সবাই অনক করি নামাজ পড়া কথা বলি এবং চেষ্টা করি সবাই যে ওরা ঠিকঠাক ভাবে থাকে এবং ইসলাম কে মানে কিন্তু তাতেও ওরা করে না মানে যখন বলো ওটা তখন জন্যই বাস তারপর আবার সেই একই রকম হয়ে যায়। তো এতে আমার কিছু হিসাব দিয়া লাগবে এটা নিয়ে খুব ই চিন্তা হয় আমার উত্তর টা পেলে খুব খুশি হতাম
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১০ ডিসেম্বর, ২০২১
West Bengal ৭১১৩০৩