পরিবারের সবাই যখন মাজার পূজারী!
প্রশ্নঃ ১০৭৪১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার পরিবারে প্রায় সবাই মাজার পূজারী। মানে বিভিন্ন মাজার আর পীরের পূজা করে। আমার জানা মতে একমাত্র আমিই এইসব থেকে দূরে সরে ইসলামের পথে চলার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ তায়ালা ভালো জানেন। আমার দাদা এবং দাদী উভয়ই অসুস্থ, কিন্তু আমাদের পরিবারকে তারা আলাদা করে দিয়েছে। তো বিভিন্ন সময় আমরা যখন তাদের দেখতে যাই, তখন অনেক খারাপ ব্যাবহার করে, আমি একা গেলে আমার বাবার গীবত করে, বাবা গেলে হয়তো আমার নামে করে। আবার আমি ইসলামের পথে থাকার চেষ্টা করি বলে নামাজ এবং দাড়ি নিয়েও অনেক কথা শোনায়। দাদা বেশি অসুস্থ বলে দেখতে যেতেই হয়, আবার না গেলেও কথা শোনায়। ইসলাম মুতাবেক তাদের অনেক বুঝানোর চেষ্টা করছি, কিন্তু তখনও অনেক খারাপ ব্যবহার করে, এমনকি আলেমদের ব্যাপারেও অনেক খারাপ খারাপ কথা বলে। তাই আর এইসব নিয়েও কথা বলি না।এই ক্ষেত্রে আমার তাদের প্রতি কেমন আচরণ হওয়া উচিত আমি বুঝতেছি না।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তায়ালা আপনার দাদা দাদীসহ গোটা পরিবারকে সহিহ দীনের বুঝ দান করুন। দরগা পূজা, পীর পূজা মাজার পূজাসহ যাবতীয় গর্হিত কাজ থেকে ফিরে এসে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত তথা রাসুলুল্লাহ সা এর বাতলানো এবং সাহাবায়ে কেরামের অনুসৃত পথে চলার তাওফিক দান করুন।
আলহামদুলিল্লাহ। আপনি সহিহ পথে আছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আল্লাহ তায়ালা আপনিসহ সকল উম্মতে মুসলিমাকে সহিহ পথে পরিচালিত করুন।
আপনি আল্লাহ তায়ালার কাছে নিয়মিত দোয়া করতে থাকুন এবং সাধ্যমতো তাদের বুঝাবার চেষ্টা করুন। ইনশাআল্লাহ হেদায়াত তো আল্লাহ তায়ালার হাতে।
সর্বদা তাদের সাথে সদাচরণ করুন। রুঢ়তা, রুক্ষতা পরিহার করে চলুন। ধৈর্যর ফলাফল আল্লাহ তায়ালা দিয়েই থাকেন। তাদের দুর্ব্যবহার সত্ত্বেও আপনার সদাচরণ তাদের হেদায়াতের জরিয়া হতে পারে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাওফিক দান করুন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন