আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৩৫০৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মানুষের বানানো ইস্তেগফার পাঠ করা অপেক্ষা সহীহ হাদিসে বর্ণিত ইস্তেগফার পাঠ করা উত্তম। সাইয়্যিদুল ইস্তেগফার সহীহ হাদীস অনুযায়ী জানা আছে। কিন্তু নিন্মের কোনগুলো সহীহ হাদীস অনুযায়ী তাহা জানা নাই। যেগুলো সহীহ হাদীস অনুযায়ী নহে, সেই গুলো পাঠ করা উচিত হবে কি? (১) আস্তাগফিরুল্লাহ/ / আস্তাগফিরুল্লহ ( কোনটা সঠিক ? ) (২) আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবি ইলাহি (৩) আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলা ----- ওয়া আতুবি ইলাহি (৪) রাব্বিগফিরলী ওয়া আতুব ------ তাওয়াবুর রাহীম। (৫) আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গাফ্ফারা। আশা করি, সঠিক ভাবে পরামর্শ / জবাব দিবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২১ মার্চ, ২০২২
ফরিদগঞ্জ