আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৩৭৪৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,,, উত্তর দেয়ার জন্য শুকরিয়া
আমার বাচ্চা কাথায় পিসু করে
১= আই কাথা পাক না করে যেখানে রোদ দেই অর্থাৎ তারে,,, সেই তারে পুনরায় আমার জাম রোদ দিলে সেটা পরেকি নামাজ পরা উচিত হবে???
২ = ইসলামে টিসু ব্যাবহার করার নিয়ে গুরুত্ব দেয়া হয়েছে,,কিন্তু বাচ্চাদের হাগুর কাথা যদি হাত দিয়ে ধোয়া হয় সেটা নিয়ে কি বলবেন??
৩= বাথরুমে কাপড় পাক করবো কিভাবে যখন সেখানে তেলোয়াত নিসেধ? আর অন্য কোন জায়গানেই বাথরুম ছাড়া যেখানে পর্দা রক্ষা করে ধোয়া যায়,,আর বুরকা পরে ঘাটে কাজ করা খুবি কষ্ট সাধ্য
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
২৩ নভেম্বর, ২০২০
মুন্সিগঞ্জ
#৩৭৪২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১/একজনের ব্যবহার করা শুকনো গামছা কি ব্যবহার করা যাবে?
যার গামছা সে প্রশ্রাবের পর ঠিকমতো পবিত্র হয় কিনা সে ব্যাপারে নিশ্চিত নয়।

২/আমি গোসলের আগে প্রশ্রাব করে ভালোভাবে টিস্যু এবং পানি ব্যবহার করি।তারপর গোসল করার পর গামছা দিয়ে মোছার পর সব সময় মনে হয় যে প্রশ্রাব বেরিয়ে যাচ্ছে।মাঝে মাঝে চেক করলে হালকা পানি দেখা যায়।তখন সন্দেহ হতে থাকে এটা কি প্রশ্রাব নাকি গোসলের পানি।আমি শয়তানের ওসওয়াসা ভেবে পাত্তা না দিয়ে নামাজ পড়ে ফেলি।এক্ষেত্রে কি আমার নামাজ হচ্ছে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
২২ নভেম্বর, ২০২০
JJC৯+RG৬
#১৫৮৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

একদিন আমার ভাতিজা ঘরের মেঝেতে পেশাব করে দেয়। ওর মা পরনের প্যান্ট দিয়েই ঐ মেঝে হালকাভাবে মুছে দেয়। আমি খেয়াল না করে ওর উপরই মোটা ও ভারী কার্পেট জাতীয় জায়নামায বিছিয়ে নামায আদায় করি। নামায শেষে ভাইয়া বললেন, ও তো ওখানে পেশাব করেছিল, তুমি তার উপরই জায়নামায বিছিয়ে নামায পড়েছ! আমি জায়নামায উল্টে দেখি, জায়নামাযের উল্টো পিঠে হালকা ভিজা ভিজা আছে। আর পেশাবের গন্ধ মোটামুটি স্পষ্ট। কিন্তু জায়নামাযের উপর পিঠে কোনো গন্ধ নেই। প্রশ্ন হল, ঐ জায়নামাযে আমার নামায কি শুদ্ধ হয়েছে? দয়া করে জানাবেন।

 


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
১৫ আগস্ট, ২০২১