আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৭৯৮০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম,
আসসালামু আলাইকুম।
ভালোবাসা নিবেন।
আমার প্রশ্ন হলো, একটি হাদিস শুনতে পেরেছি যে, নবীজি সাঃ একদিন অসুস্থ হয়ে যাবার পর সাহাবীদের ডেকে জিজ্ঞেস করলেন তোমরা কি আমার কাছে কোনো টাকা পয়সা পাও? বা আমি কি তোমাদের কখনো কোনো কষ্ট দিয়েছি? তখন এক সাহাবী বলেছিলেন আমি আপনার কাছে ৩ দিরহাম পাই, তখন নবীজি বললেন আমায় স্বরণ করিয়ে দাও সেটা কিভাবে নিয়ে ছিলাম?
তখন তিনি বললেন একদিন এক ভিক্ষুক এসে নবীজির কাছে ভিক্ষা চাইলেন তখন তার কাছে কোনো টাকা না থাকায় উক্ত সাহাবীর কাছ থেকে তিনি ধার করেছিলেন।
আরেকজন সাহাবী বললেন হে নবীজি আপনি আমায় আপনার ছরি ধারা আঘাত করেছিলেন। নবীজি কিভাবে জানতে চাইলে সাহাবী উত্তর দিলেন, একদিন এক যুদ্ধে নবীজি ঘোড়া বা উটের উপর বসা ছিলেন তখন তিনি হাতের চাবুক ঘোড়ায় ব্যবহার করতেই সাহাবীর গায়ে লেগে যায়, আর এর প্রতিশোধ স্বরুপ নবীজিকে আঘাত করতে চাইলেন, সাহাবীর উদ্দেশ্য ছিলো নবীজির খতমে নবুয়তের মোহর দেখা।
এই হাদীসটা কতটুকু সত্য?
দয়া করে কিতাবের রেফারেন্স সহ জানালে খুবই উপকৃত হতাম।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
১৫ আগস্ট, ২০২১
Jhaugara