প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৭৬তম পর্ব) – মসজিদে
মসজিদ আল্লাহ তা‘আলার ঘর। সমাজের শ্রেষ্ঠ স্থান। পবিত্র স্থান। এখানে যেতে হলে শারীরিক ও মানসিক প্রস্তুতি প্রয়োজন।
مَنْ تَطَهَّرَ فِي بَيْتِهِ، ثُمَّ مَشَى إِلَى بَيْتٍ مَنْ بُيُوتِ اللهِ لِيَقْضِيَ فَرِيضَةً مِنْ فَرَائِضِ اللهِ، كَانَتْ خَطْوَتَاهُ إِحْدَاهُمَا تَحُطُّ خَطِيئَةً، وَالأُخْرَى تَرْفَعُ دَرَجَةً
যে ব্যক্তি নিজের ঘরে পবিত্রতা অর্জন করলো অতঃপর ফরয সালাত আদায়ের জন্যে হেঁটে আল্লাহর ঘরে গেলো অতঃপর হেঁটে আল্লাহর ঘরে গেলো, তাহলে তার এক কদমে একটা গুনাহ মাফ হবে, আরেক কদমে একটা মর্যাদা বুলুন্দি হবে (মুসলিম)।
মসজিদে গিয়ে সালাত আদায় করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এ-কাজে উৎসাহ বৃদ্ধির জন্যে আল্লাহ তা‘আলা পুরষ্কারও ঘোষণা করেছেন। যত বেশি কদম হবে, ততবেশি গুনাহ মাফ হতে থাকবে, মর্যাদা বুলুন্দি হতে থাকবে। সময় হাতে থাকলে একটু দূরের পথ ধরে মসজিদে গেলে, প্রাপ্তির পরিমাণও বেড়ে যাবে।
শুধু মসজিদে আসার পথেই নয়, প্রবেশ করার সময়ও সুন্দর আমল আছে। একটা সদর্থক দু‘আও আছে। নবীজি বলে গেছেন:
-তোমরা মসজিদে প্রবেশ করার সময় পড়বে:
اللهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রাহমাতিক: ইয়া আল্লাহ! আমার জন্যে আপনার রহমতের দরজা সমূহ খুলে দিন!
আর বের হওয়ার সময় পড়বে:
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক: ইয়া আল্লাহ! আমি আপনার কাছে অনুগ্রহ প্রার্থনা করছি! (মুসলিম)।
একজন মুমিনের প্রতিটি কাজই হবে নবীজির আদর্শে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শোয়া পর্যন্ত। নবীজি আমাদের জন্যে রহমতস্বরূপ। তার প্রতিটি কাজও আমাদের জন্যে রহমতস্বরূপ। নবীজির আদর্শকে লালন করে আমরা মূলত রহমতেরই ছায়ায় আশ্রয় নেই। আল্লাহ তা‘আলাই এই রহমত বিতরণ করেন। আমরা টের পাই না, এই যা! আমরা অদৃশ্য এক রহমতের সাগরেই ডুবে আছি। এর বিনিময়ে আমাদের কিছুই করতে হয় না। আল্লাহ শুধু চান আমরা যেন তার রাসূলের রেখে যাওয়া সুন্নাতের অনুসরন করি।
মসজিদে যাওয়াটা যেন অভ্যেসের বশেই না হয়ে যায়। কিছুটা সচেতন মানসিকতা নিয়েই যেন যেতে পারি। সেটা কিভাবে?
ক: আমরা হাদীসটার কথা স্মরণ করবো। প্রতি কদমে গুনাহ মাফ হচ্ছে। আল্লাহর দরবারে আমার পদোন্নতি ঘটছে! এটাও আল্লাহর যিকির।
খ: শুধু তাই নয়, আমি আল্লাহর কাছে আরো রহমত কামনা করছি। এটাও একপ্রকার শোকর! আনুগত্য। ইবাদত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ভীষণ খুশি হন!
বের হওয়ার সময়ও মনটাকে সজাগ রাখা:
ক: আমি আল্লাহর ঘর থেকে বের হচ্ছি।
খ: বাইরের সময়টা বরকতপূর্ণ হওয়ার জন্যে, আল্লাহর কাছে ‘অনুগ্রহ’ও কামনা করছি!
তিনি আমার চাওয়াকে ফিরিয়ে দিতেই পারেন না।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
নিজের যিন্দেগীতে ফাতেমী সুন্নত যিন্দা করুন
...
ঈমান-আমল সুরক্ষিত রাখতে হক্কানী উলামায়ে কেরামের সঙ্গে থাকুন, অন্যদের সঙ্গ ছাড়ুন
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... قال الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتّ...
টুপি পরিধান করার কোন প্রমাণ কি হাদীস বা আছারে সাহাবায় নেই?
...