প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৪১তম পর্ব) – আগেভাগে মসজিদে
প্রতি সপ্তাহে একটা উট সাদাকা করা ক’জনের পক্ষেই বা সম্ভব? অথবা প্রতি সপ্তাহে একটা করে গরু বা ছাগল সাদাকা করাও সবার সাধ্যে কুলোবে? বেশির ভাগ মুসলমানের পক্ষেই সম্ভব নয়।
আমরা চাইলে অনায়াসেই এই ফযীলতটা লাভ করতে পারি। কোনওপ্রকার খায়-খরচা ছাড়াই!
যে ব্যক্তি জুমু‘আর দিন খুব ভালোভাবে গোসল করলো, আগে আগে সবার আগে মসজিদে গেলো, সে যেন একটা বড়সড় উটনী কুরবানি করল।
আর যে ব্যক্তি তারপর মসজিদে গেলো, সে যেন একটা হৃষ্টপুষ্ট গাভী কুরবানী করলো।
আর যে ব্যক্তি তারপরে মসজিদে গেলো সে যেন একটা দুম্বা কুরবানী করলো।
আর যে ব্যক্তি তারপরে মসজিদে গেলো, সে যেন একটা মোরগ কুরবানি করলো।
আর যে ব্যক্তি তারপরে মসজিদে গেলো, সে যেনো একটা ডিম কুরবানী করলো।
ইমাম সাহেব খুতবা দেয়ার জন্যে মিম্বরে উঠে গেলো, ফিরিশতারা আমলনামা লেখা বন্ধ করে দেন। তারাও বয়ান শোনায় মশগুল হয়ে পড়েন (বুখারী-মুসলিম)।
সব সময় যদিও সবার আগে মসজিদে যেতে না পারি, মাসে একবার ‘প্রথম মুসল্লী’ হওয়াকে চ্যালেঞ্জ হিশেবে নিতেই পারি। লাখ টাকা খরচ করে একা একটা উট কুরবানী হয়তো সারাজীবনেও দিতে পারবো না, কিন্তু চেষ্টা করলে, প্রতি সপ্তাহ বা মাসেই এই ফযীলত অর্জন করার সৌভাগ্য লাভ করতে পারি!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
কাছরাতে যিকির
...
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
নিজের যিন্দেগীতে ফাতেমী সুন্নত যিন্দা করুন
...
নামায খুবই তাৎপর্যপূর্ণ ইবাদত
...