প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৩৩তম পর্ব) – রোযাদারকে ইফতার করানো
একজন ক্ষুধার্তকে খাবার দান করার ব্যাপারটাই অন্যরকম এক আবেগ জাগানিয়া বিষয়। তার ওপর যদি একজন রোযাদারকে ইফতার করানো সুযোগ ঘটে? একসাথে দুই সুন্নাত। এক ঢিলে দুই পাখি। এক পলকে দুই নেক আমল।
রোযাদার গরীব হতে হবে এমন নয়। বড়লোককে ইফতার করালেও সমান সওয়াব হবে। নবীজি সা. বলেছেন:
একজন রোযাদারকে ইফতার করালে, তার জন্যে সমান সওয়াব লেখা হবে। রোযাদারের সওয়াবও পুরোপুরি বহাল থাকবে।
আমি রোযাদারকে ইফতার করালে কী পাবো? তার সমান সওয়াব পাবো। রোযাদার কেমন সওয়াব পাবে?
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় রোযা রাখলো, আল্লাহ তার মাঝে ও জাহান্নামের মাঝে সত্তর বছরের দূরত্ব সৃষ্টি করে দিবেন (মুত্তাফাকুন আলাইহি)।
জাহান্নামকে দূরে হটাতে কতো খরচ হবে?
একটা খেজুর। এক ঢোক পানি দিয়েই সেটার বন্দোবস্ত হয়ে যাবে।
আমাদের শি‘আর (স্লোগান): (إنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا): যদি তার অনুসরণ করো, হেদায়াত পেয়ে যাবে (নূর: ৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
তাহাজ্জুদ : আল্লাহ তাআলার প্রিয় হওয়ার আমল
অন্য সময়ের ইবাদতে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করি, আর রাতের শেষ প্রহরে স্বয়ং আল্লাহ বান্দাক...
সীরাতুন্নবী-মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] দু'টি শব্দের সমন্বয়ে সীরাতুন্নবী শব্দটি গঠিত। একটি হল 'সীরাত' অপরটি 'আন...
চারটি মহৎ গুণ
...
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...