প্রবন্ধ

একটি সুন্নাহকে বাঁচাবো বলে (২৯তম পর্ব) – পথবদলের সুন্নাত

লেখক:শাইখ মুহাম্মাদ আতীক উল্লাহ
১৩ জুন, ২০২৪
৬৬০ বার দেখা হয়েছে
মন্তব্য

ঈদ মানে আনন্দ। ঈদ মানে ভালোবাসা। ঈদ মানে বন্ধুত্ব। যোগাযোগ। সৌহার্দ্য। সম্প্রীতি। ঈদে-চাঁন্দে আত্মীয়-স্বজন ঘরে ফেরে। একসাথ হয়। দেখাসাক্ষাত হয়। পুরনো সম্পর্ক নতুন করে জমে ওঠে।


ঈদ মনে একা একা ঘরে বসে থাকা নয়। নিরবে টিভি দেখা নয়। সদর দরজা বন্ধ করে রাখা নয়। ঈদ মানে মোলাকাত। ঈদ মানে পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেয়া। একটা হাদীস পড়া যাক:

নবীজি সা. ঈদের দিন এক রাস্তা দিয়ে গেলে ফিরতেন ভিন্ন রাস্তা ধরে (জাবের রা. বুখারী)


কেন নবীজি এমন করতেন?

হয়তো তিনি চাইতেন বেশি মানুষের সাথে তার দেখা হোক। নতুন নতুন মানুষের সাথে দেখা হোক। আলি রা. বলেছেন:

ঈদের দিন সুন্নাত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং বের হওয়ার আগে কিছু খেয়ে বের হওয়া (তিরমিযী)।


তাহলে নবীজিও বাহনে চড়ে ঈদগাহে যেতেন না। পায়ে হেঁটে যেতেই পছন্দ করতেন। কারণ?

তাহলে চলার গতি কম হবে। ধীরেসুস্থে হাঁটবেন। বেশি মানুষের সাথে দেখা হবে। কথা হবে। সালাম-কালাম হবে। জনসংযোগ হবে। সামাজিক বন্ধন সুদৃঢ় হবে। ঝগড়া-ফ্যাসাদ কমে যাবে। চক্ষুলজ্জা বেড়ে যাবে। ফলে রেষারেষি কমে যাবে।


মাত্র দুইটা সুন্নাত:

ক: পথ বদল করা।

খ: পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া (যদি কাছেপিঠে হয় আরকি)।

অথচ ফলাফল কত্তো ব্যাপক। কত্তো সুদূরপ্রসারী!

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

কাছরাতে যিকির

...

হযরত মাওলানা আবদুল হাই পাহাড়পুরী রহঃ
৮ নভেম্বর, ২০২৪
১৯২১ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →

আল্লামা শাব্বীর আহমাদ উসমানী রহঃ

শাহ আব্দুল আযীয দেহলভী রহঃ

শাইখুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবী রহঃ

মাওঃ উবাইদুল্লাহ সিন্ধী রহঃ

সায়্যিদ সাবেক রহঃ

আল্লামা আব্দুল মজীদ নাদীম রহঃ

মাওলানা আসলাম শাইখুপুরী

শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী রহঃ

মাওঃ আবু আম্মার যাহেদ রাশেদী

মাওঃ নুরুল হাসান রাশেদ কান্ধলভী

মুফতী হাবীবুর রহমান খাইরাবাদী

আল্লামা আবুল কালাম আযাদ রহঃ

মাওলানা সাঈদ আহমদ

মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন দাঃ

হযরত মাওলানা নূর হোসাইন কাসেমী রহঃ

মাওলানা হাবীবুর রহমান খান

মাওলানা সাঈদ আহমাদ বিন গিয়াসুদ্দীন

মাওঃ আবু বকর সিরাজী

শায়েখ আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে উমার [রহ.]

মাওঃ এনামুল হাসান