প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (২০তম পর্ব) – পানির অপচয় রোধ
আমরা পানি খরচের ব্যাপার সতর্ক থাকি না। ইচ্ছামতো পানির কল ছেড়ে দিয়ে কথা বলি। মিসওয়াক করি। অন্য কাজ করি। পানি পড়ে যাচ্ছে তো যাচ্ছেই!
কতো জায়গায় মানুষ এক ফোঁটা পানির জন্যে হন্যে হয়ে ঘুরছে। এক ঢোক পানির জেন্য মাইল কে মাইল চষে ফিরছে! আমরা নদীমাতৃক দেশের নাগরিক হওয়াতে পানি সংকট কাকে বলে, টের পাই না। তবে যারা শহরে থাকেন তারা মাঝেমধ্যে হাড়ে হাড়ে টের পান: পানির মূল্য কতো!
নবীজি সা. একদিন সা‘দ রা.-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন ওজু করছিলেন। পানি ব্যবহারে অতোটা সতর্ক ছিলেন না:
-সাদ! এ অপচয় কেন?
-ইয়া রাসূলাল্লাহ! ওজুতেও অপচয়?
-হাঁ, এমনকি তুমি বহমান নদীতেও যদি ওজু করো, সেখানেও অপচয় হতে পারে! (ইবনে মাজাহ)
নবীজি পানিকে কতোটা গুরুত্ব দিতেন, সাহাবীকে সতর্ক করা থেকেই কিছুটা আঁচ করা যায়। অথচ তিনিই আবার ভালোভাবে ওজু করতে বলেছেন। অর্থাৎ দুদিকেই লক্ষ্য রাখতে হবে।
আনাস রা. বলেছেন:
-নবীজি গোসল সারতেন একসা‘ অথবা পাঁচ ‘মুদ’ পরিমাণ পানি দিয়ে (বুখারী)।
সা‘: ৩.৩৬ লিটার।
মুদ: আধাালিটারের চেয়ে কিছু বেশি!
একটু সচেতন হলেই আমরা মহান সুন্নাত আদায়ের সৌভাগ্য অর্জন করতে পারি। পাশাপাশি অপচয় রোধ করে, শয়তানের দোসর হওয়া থেকেও রক্ষা পেতে পারি।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ইসলামে শ্রমিকের অধিকার
ইসলাম একটি কালজয়ী অনবদ্য জীবন বিধান। বিশ্বসৃষ্টির শুরু থেকেই মহীয়ান- গরীয়ান ও সর্বশক্তিমান মহান আ...
তাহাজ্জুদ : আল্লাহ তাআলার প্রিয় হওয়ার আমল
অন্য সময়ের ইবাদতে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করি, আর রাতের শেষ প্রহরে স্বয়ং আল্লাহ বান্দাক...
ঈমান-আমল সুরক্ষিত রাখতে হক্কানী উলামায়ে কেরামের সঙ্গে থাকুন, অন্যদের সঙ্গ ছাড়ুন
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... قال الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتّ...
দুশ্চিন্তা থেকে মুক্তির ১০ আমল
দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা আমাদের জীবনের এক অনাকাঙ্ক্ষিত অংশ। এটি আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে ...