প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৫ম পর্ব) – মুচকি হাসি
এক: কী অবাক করা ব্যাপার! মনের আনন্দে হাসব, তাতেও সওয়াব হবে? হয়তো বা এই একটু হাসি দিয়েই জান্নাতে চলে যেতে পারব?
দুই: নবিজী (সা.) বলেছেন:
-তোমার ভাইয়ের জন্যে তোমার মুচকি হাসিও সাদাকাস্বরূপ।
তিন: আবদুল্লাহ বিন হারেস (রা.) বলেছেন:
-আমি রাসুলুল্লাহর চেয়ে বেশি মুচকি হাসতে আর কাউকে দেখিনি।
চার: একটু হাসিতেই সমাজের কত কত সমস্যা সমাধান হয়ে যায়। হাসি যে শুধু আনন্দের সময় দিতে হবে এমন নয়, দুঃখ-শোক-তাপের সময়ও নবিজী (সা.) মুচকি হাসি দিয়েছেন। হি হি হি!
ইয়া রাব! আমাদেরকে এই সুন্দর সুন্দর, মজার মজার সুন্নাহগুলো নিয়মিত আমলে নিয়ে আসার তাওফীক দান করুন। আমীন।
আমাদের শি‘আর (স্লোগান) হলো:
– ইন তুতীঊহু তাহতাদু (وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا): যদি তার (নবিজীর) অনুসরণ করো, হিদায়াত পেয়ে যাবে (নূর:৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সুন্নাতে খাতনা : করণীয়-বর্জনীয়
একটি হাদীসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটি বিষয় ইসলামের স্বভাবজাত বৈ...
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
রাসুলুল্লাহ সা.-এর ভাষায়: যারা আমাদের মধ্য থেকে নয়
اَلْحَمْدُ لِلّهِ وَكَفَى وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِيْن َاصْطَفَى اَمَّا بَعْدُ! فَاَعُوْذُ ...
ইস্তিগফারের অফুরন্ত ফযীলত
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের...